রবিবার ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের সাথে রোটারী ক্লাব

প্রেস বিজ্ঞপ্তি   |   রবিবার, ০৩ মার্চ ২০২৪   |   প্রিন্ট   |   104 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের সাথে রোটারী ক্লাব

“রোটারী ক্লাব অফ হোপ নিউ ইয়র্ক” রবিবার, ২৫শে ফেব্রুয়ারী, জামাইকা, কুইনসে  আয়োজন করেছিল একটি আরম্ভরপূর্ন অনুষ্ঠানের যেখানে কমিউনিটির বয়োজ্যেষ্ঠ কিছু ব্যক্তিবর্গকে বিশেষ সম্মাননা দেয়া হয়।ভালবাসা আর সম্মানের প্রতিক স্বরূপ উপস্থিত ক্লাব সদস্যরা নিজ হাতে অতিথি বয়োজ্যেষ্ঠদের গলায় পড়িয়ে দেন লাল এবং সাদা রঙের উলের মাফলার।টিভি পর্দায় প্রদর্শন করা হয় অনুপ্রেননামুলক কথা, ” ইউ আর নট ওলড, ইউ আর আওয়ার গোলড, এইজ ইজ জাসট এ নম্বার”, “উই লাভ ইউ, উই ভেলউ ইউ, রোটারিয়ানস আর উইথ ইউ”। অনুষ্ঠানের শুরতেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মানে সকলে দারিয়ে সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি”। ক্লাব প্রেসিডেন্ট কাজি আহমেদের মা, প্রয়াত বিশিষ্ট সাংবাদিক কাজী শফিকউদ্দিন খাদেমের স্ত্রী, একাশি বছর বয়সি হাসনা শফিক ১৯৫২ সালে তার অভিজ্ঞতার কথা বলতে গিয়ে হয়ে পড়েন আবেগাপ্লুত। ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রওনক আহমেদ মঞ্চে ডেকে নেন ক্লাব সদস্য আতিকুর রহমানকে যার বাবা একজন ভাষা সৈনিক, প্রয়াত মুস্তাফিজুর রহমান। আতিকুর রহমান তার বাবার স্মৃতিচারণ করতে গিয়ে তুলে ধরেন কিভাবে যুবক বয়সে মিছিলরত অবস্থায় একজন ছাত্র গুলিবিদ্ধ হলে তাকে সাইকেলে তুলে নিয়ে সর্বোশক্তি দিয়ে পেডেল চেপে ঢাকা মেডিকেল কলেজহাসপাতালে পৌছে দেন মুস্তাফিজুর রহমান। রওনক আহমেদের বাবা, তিরাশি বছর বয়সী দলিল আহমেদ, রোটারী ক্লাব অফ হোপ নিউ ইয়র্কের পক্ষ থেকে একটি “বাইসাইকেল শোপিস” তুলে দেন আতিকুর রহমানের হাতে, ভাষা সৈনিক, প্রয়াত মুস্তাফিজুর রহমানের সাহসিকতার স্বীকৃতি এবং মরণোত্তর সম্মাননা স্বরূপ। উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আনন্দ দেবার প্রয়াসে আয়োজন করা হয়েছিল সাংস্কৃতিক পর্ব, মিউসিকেল পিলো খেলার প্রতিযোগিতা, পুরস্কার বিতরনি এবং সেই সাথে ছিলো মধ্যাহ্ন ভোজন ও চায়ের আয়োজন। অনুষ্ঠানের শেষ অংশে ক্লাব প্রেসিডেন্ট কাজি আহমেদ এবং ক্লাব সেকরেটারী পারভেজ সোহেল ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রওনক আহমেদকে সঙ্গে নিয়ে কেক কেটে রোটারী ইন্টারন্যাশনালরে ১১৯তম জন্মদিন উদযাপন করেন। সেই সময় ক্লাব সদস্যরা করতালির মাধ্যমে এবং একে অপরকে কেক খাইয়ে দিয়ে আনন্দে মেতে উঠেন। উপস্থিত সদস্যরা ছিলেন সোয়েব খান, আতিকুর রহমান, সানটুনু সাজজাদ, ফয়সাল মাহমুদ, আরিফ আহমেদ, মোহাম্মদ বাবর, আব্দুল্লাহ তারেক মোহাম্মদ এবং মারসা চৌধুরী। ক্লাব প্রেসিডেন্ট কাজি আহমেদ একটি স্লাইড শো উপস্থাপন করে ক্লাবের বাৎসরিক কর্মকান্ড সকলের কাছে তুলে ধরেন। ক্লাবটির কর্মকান্ড দেখে অনুপ্রাণিত হয়ে অতিথিবৃন্দদের মধ্য থেকে কেও কেও আর্থিক সহযোগিতার প্রতিশ্রুতি দেন। ক্লাবের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট রওনক আহমেদ সকল অতিথিবৃন্দদের ধন্যবাদ জানিয়ে এবং রোটারী ইনটারনেশনালের সাথে থাকার অনুরোধ করে অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

Facebook Comments Box

Posted ১২:২১ পূর্বাহ্ণ | রবিবার, ০৩ মার্চ ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com