বিনোদন ডেস্ক | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪ | প্রিন্ট | 76 বার পঠিত | পড়ুন মিনিটে
ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। ২০১৬ সালে তিনি ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে আত্মপ্রকাশ করেছেন রূপালি দুনিয়ায়। শাকিব খানের সঙ্গে পরপর ডজনখানেক সিনেমা উপহার দিয়ে ঢালিউডে নিজের অবস্থান পোক্ত করে নিয়েছেন। দেশের গণ্ডি পেয়ে কলকাতার ছবিতে কাজ করছেন তিনি। বর্তমানে ‘ফ্ল্যাশব্যাক’ ছবির শুটিং শেষে দেশে ফিরেছেন এই নায়িকা।
‘ফ্ল্যাশব্যাক’ সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের নির্মাতা রাশেদ রাহা। এতে বুবলীর সহশিল্পী হিসেবে থাকবেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।
শুক্রবার নিজের ফেসবুক দেয়ালে একটি ভিডিও শেয়ার করেছেন এই নায়িকা। সেখানে দেখা গেল ভিন্ন চিত্র। তাকে ঘিরে ভিড় জমিয়েছে ভক্তরা। ভিডিওর ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘সবার জন্য ভালোবাসা, চলছে সিনেমার শুটিং।’ তবে কোন সিনেমার শুটিং চলছে তার জানান নি এই নায়িকা।
গেল বছর ব্যক্তিগত জীবনের আলোচনার পাশাপাশি চার সিনেমা দিয়ে পুরো বছর আলোচনায় ছিলেন বুবলী। বর্তমানে ব্যক্তিগত জীবনের সেইসব আলোচনা দূরে সরিয়ে ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তারহতে রয়েছে ‘পুলসিরাত’, ‘দেয়ালের দেশ’, ‘মায়া: দ্য লাভ’, ‘তুমি যেখানে আমি সেখানে’সহ বেশ কয়েকটি সিনেমা।
Posted ১১:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ১০ ফেব্রুয়ারি ২০২৪
nykagoj.com | Stuff Reporter