শুক্রবার ১লা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নিউইয়র্কে এশিয়ান প্রভাবশালীর তালিকায় ৩ বাংলাদেশি

প্রবাস ডেস্ক   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   107 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে এশিয়ান প্রভাবশালীর তালিকায় ৩ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি অ্যান্ড স্টেট পরিচালিত ‘এশিয়ান প্রভাবশালী-১০০’ তালিকায় স্থান পেয়েছেন তিন বাংলাদেশি। তারা হলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য শাহানা হানিফ, অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান-আমেরিকা লেবার এ্যাসাল’র ন্যাশনাল প্রেসিডেন্ট মাফ মিসবাহউদ্দিন এবং দে সি ব্লু এনওয়াই’র প্রেসিডেন্ট তানবির চৌধুরী। নিউইইয়র্ক স্টেটে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত প্রভাবশালী ১০০ এশিয়ানকে নিয়ে এই তালিকা করা হয়ে থাকে।

তানবির চৌধুরী জেনারেশন জি’র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট এবং ১০০ জনের তালিকায় সর্বকনিষ্ঠ। তার বয়স ২২ বছর হলেও গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত বিশেষ নির্বাচনে টম সোয়াজির ক্যাম্পেইনে কাজ করে পরিচিতি পান। এর আগে আরও কম বয়সে ব্রঙ্কস থেকে নির্বাচিত কাউন্সিল সদস্য এরিক ডাইনোউইটজের ক্যাম্পেইনে কাজ করেন।

দে সি ব্লু এনওয়াই সংগঠনের উদ্দেশ্য নিউইয়র্ক স্টেটের নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীদের জয়ী করে আনা। ১০০ জনের তালিকায় তানবির চৌধুরীর স্থান ৯৭ নম্বরে। শাহানা হানিফের অবস্থান ১৭ নম্বরে। তবে তিনি একা নন তার সাথে রয়েছেন এশীয় বংশোদ্ভূত কাউন্সিল সদস্য শেকার কৃষ্ণান, লিন্ডা লি, চি ওসি, স্যান্ড্রা উং, জুলি ওন, সুজান কুয়াং। শাহানা হানিফ সম্পর্কে বলা হয়েছে, সিটি কাউন্সিলের প্রগ্রেসিভ ককাসের কো চেয়ার, এর আগে তিনি সিটি কাউন্সিলের কমিটি অন ইমিগ্রেশনের প্রধান ছিলেন।

তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত অপরজন মাফ মিসবাহউদ্দিনের স্থান ৩৪ নম্বরে। তার সম্পর্কে বলা হয়েছে, তিনি অ্যাসালের সভাপতি হিসাবে বিভিন্ন রাজনৈতিক কার্যক্রমের নেতৃত্ব দেন, প্রার্থীদের এনডোর্স করেন। মাফ মিসবাহ ডিস্ট্রিক্ট কাউন্সিল-৩৭ এর ট্রেজারার। এটি নিউইয়র্ক সিটি বৃহত্তম পাবলিক এমপ্লয়ি ইউনিয়ন। এছাড়াও ২০০০ সাল থেকে তিনি লোকাল ১৪০৭ এর অ্যাকাউন্ট্যান্টস, স্ট্যাটিস্টিশিয়ানস অ্যান্ড এ্যাকচুয়ারিসের প্রেসিডেন্ট।

Facebook Comments Box

Posted ১২:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com