রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরখাস্ত হতে পারেন জাভি, নাটকে নতুন মোড়

খেলা ডেস্ক   |   শনিবার, ১৮ মে ২০২৪   |   প্রিন্ট   |   105 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বরখাস্ত হতে পারেন জাভি, নাটকে নতুন মোড়

মৌসুম শেষে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন জাভি হার্নান্দেজ। ওই মত পরিবর্তন করেছেন তিনি। ক্লাব প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর চুক্তি শেষ করে ক্যাম্প ন্যু ছাড়ার কথা জানিয়েছেন। কিন্তু নাটকে নতুন মোড় নিয়েছে। জাভির মন্তব্যের জেরে তাকে বরখাস্ত করতে পারে কাতালান ক্লাবটি।

আলমেরিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাভি মন্তব্য করেন যে, তাদের আর্থিক অবস্থা ভালো নয়। যে কারণে তারা যাকে খুশি তাকে কিনতে পারছে না। যে কারণে রিয়াল মাদ্রিদের রাজত্ব ভেঙে শিরোপা জেতা কঠিন হবে। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি বলেন, ‘আমরা রিয়ালের সঙ্গে লড়াই করার চেষ্টা করবো। ভক্তদের বুঝতে হবে যে, পরিস্থিতি খুবই কঠিন। আমাদের আর্থিক অবস্থা ২৫ বছর আগের মতো নেই। আমরা চাইলেই একে-ওকে কিনে ফেলতে পারি না। ভক্তদের এটা বুঝতে হবে। তার মানে এই নয় যে, আমরা লড়াই করবো না। এর জন্য আমাদের স্থির হওয়া দরকার, সময় দরকার।’

তার ওই মন্তব্য ভালোভাবে নেয়নি বার্সেলোনা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। বার্সা বোর্ড মনে করছে, জাভি দলের ডাগআউটে থেকে যাওয়ার ঘোষণা দিয়ে যে আত্মবিশ্বাস সঞ্চার করেছিলেন, তার মন্তব্য ওই বিশ্বাসে আঘাত হেনেছে। এছাড়া জাভি নতুনদের থেকে সেরাটা বের করতে ব্যর্থ হয়েছেন বলেও মনে করছেন লাপোর্তা-ডেকোরা।

জাভি দায়িত্ব নেওয়ার পরে ব্রাজিলের রাফিনহা ও ভিটর রকিকে কিনেছে বার্সা। কিন্তু দু’জনের কাউকেই ঠিক মতো ব্যবহার করতে পারেননি তিনি। বরং তাদের বিক্রি করে দেওয়ার কথা ভাবছেন স্প্যানিশ কোচ। ডিফেন্সে ইনিগো মার্টিনেজকে বেঞ্চে রেখেছেন অধিকাংশ সময়। লা মাসিয়ার তরুণদের তুলে এনে সুযোগ দিচ্ছেন। যা তাদের ইনজুরি শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এসব কারণে জাভিকে সরিয়ে দিতে চান লাপোর্তা।

Facebook Comments Box

Posted ১২:৩৮ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com