শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘একযুগের বেশি সময় ধরে রাজনীতি করি, মনোনয়ন পেলে ভালো কিছুই করে দেখাব’

বিনোদন ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   65 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘একযুগের বেশি সময় ধরে রাজনীতি করি, মনোনয়ন পেলে ভালো কিছুই করে দেখাব’

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় উর্মিলা শ্রাবন্তি কর। একযুগের বেশি সময় ধর রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক উপকমিটির সদস্যও তিনি। এবার তিনি আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মনোনয়ন কেনার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী জানালেন তার একযুগের রাজনীতির ক্যারিয়ারের কথা। একই সঙ্গে বললেন, দল থেকে যদি তাকে নির্বাচন করা হয় তাহলে নিজ এলাকার নারীদের উন্নয়নের পাশাপাশি দেশের নারীদের উন্নয়নেও কাজ করে যাবেন।

উর্মিলা বলেন, ‘আমার লম্বা একটা পলিটিক্যাল জার্নি রয়েছে। সবাই কমবেশি জানেন আমি ছাত্রলীগ থেকে শুরু করে বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয়ক সংগঠনের সাংস্কৃতি বিষয়ক সম্পাদিকার দায়িত্ব পালন করছি। দীর্ঘদিন মাঠের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পর এবার সংরক্ষিত আসনে মনোনয়ণ সংগ্রহ করলাম।’

উর্মিলা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অনন্ত কর-তৃপ্তি কর দম্পতির মেয়ে। আওয়ামী লীগের সাবেক অভ্যর্থনা উপকমিটি, সপ্তম জাতীয় কংগ্রেস-২০১৯ এর সদস্যও ছিলেন তিনি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন রাজনীতিতে পদচারণা শুরু হয় তার। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন এ লাক্স তারকা। তিন বছর কমিটির ওই পদে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। যদি দলীয় মনোনয়ন পান পান তাহলে কোন দিকটায় উন্নয়নের দিকে নজর দেবেন তিনি? এমন প্রশ্নের মুখে

অভিনেত্রী বললেন, এতোদিন যা যা কাজ করে গেছি এখন সেটাই কন্টিনিউ রাখব। আর আমি অবশ্যই আমার এলাকাকে অনেক ভালোবাসি। নিজ এলাকার উন্নয়নে কাজ করব। এলাকার মহিলাদের জন্য নারী শিশুদের জন্য কিছু করার চেষ্টা করব। যেহেতু আমি একযুগের বেশি সময় ধরে সক্রিয় রাজনীতি করি, দায়িত্ব পেলে ভালো কিছুই করে দেখাব’

ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন উর্মিলা শ্রাবন্তী কর। ২০১০ সালে তাহের শিপনের নির্দেশনায় জটিল প্রেম নামে একটি নাটকে প্রথম অভিনয় করেন। বেশ কিছু বিজ্ঞাপনে মডেল হয়েছেন উর্মিলা। সিটিসেল জুম আলট্রা, ডানো, মেরিল বেবি লোশন, বাংলা লায়ন ওয়াইম্যাক্সসহ একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন। টিভি নাটকে ব্যস্ত শিল্পীদের মধ্যে তিনি অন্যতম।

Facebook Comments Box

Posted ১১:০৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com