শনিবার ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পর্যটক নিয়ে লন্ডন যাচ্ছে বাংলা ট্যুর

ইউএনএ নিউজ   |   শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   164 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পর্যটক নিয়ে লন্ডন যাচ্ছে বাংলা ট্যুর

 

নিউইয়র্কে বাংলাদেশী মালিকানায় একমাত্র গাইডেড ট্যুর প্রতিষ্ঠান ‘বাংলা ট্যুর ‘একদল ট্যুরিস্ট নিয়ে লন্ডন যাচ্ছে। আগামী ২৫ জানুয়ারী রাত ১১ টায় ভার্জিন আটলান্টিকের একটি ফ্লাইটে লন্ডন হিথরো এয়ারপোর্টের উদ্দেশ্যে গ্রুপটি জেএফকে বিমান বন্দর ছেড়ে যাবে।

 

লন্ডন থাকাকালে তারা রক্তাক্ত ইতিহাসের নীরব স্বাক্ষী, হাজার বছরের পুরনো দুর্গ টাওয়ার অব লন্ডন, লন্ডনের সবচেয়ে সুন্দর চার্চ হিসেবে পরিচিত, গথিক স্থাপত্য শৈলিতে নির্মিত ওয়েস্টমিনিস্টার এ্যাবি, লন্ডনের বিখ্যাত ট্রাফালগার স্কয়ারে অবস্থিত ন্যাশনাল গ্যালারি, বর্তমান বিশ্বের সবচেয়ে পরিচিত প্রতœতাত্বিক নিদর্শন, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত, সপ্তাশ্চর্যের অন্যতম রহস্যাবৃত স্টোনহেন্জ, লন্ডনের সিগনেচার পর্যটন স্থাপনার অন্যতম, আধুনিক লন্ডনের আইকন, বিশ্বের সবচেয়ে বড় ফেরিস হুইল বা নাগরদোলা লন্ডন আাই, বৃটিশ পার্লামেন্ট হাউজ, পৃথিবীর সবচেয়ে বড় রাজপ্রাসাদগুলোর অন্যতম, বৃটিশ রাজপরিবারের বাসভবন বাকিংহাম প্যালেস, লন্ডনের ল্যান্ডমার্ক আইকন বিগ বেন, ইংল্যান্ডের রানীর সরকারী বাসভবন উইন্ডসর ক্যাসেল, লন্ডনের অসাধারণ ল্যান্ডমার্ক বৃটিশ মিউজিয়াম, লন্ডন তথা পৃথিবীর অন্যতম সুন্দর পার্ক বলে পরিচিত হাইড পার্ক সহ বিভিন্ন ঐতিহাসিক স্থাপনাসমূহ ঘুরে দেখবে। এছাড়াও গ্রুপটি পরিদর্শন করবে ঐতিহ্যবাহী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইংরেজ কবি ও নাট্যকার কবি উইলিয়াম শেক্সপিয়রের বাসভবন।

বরাবরের মতোই ট্যুর গাইডের দ্বায়িত্ব পালন করবেন বাংলা ট্যুরের সিইও হাবিব রহমান। গ্রুপটি ২৯ জানুয়ারী রাতে নিউইয়র্ক ফিরে আসবে।
উল্লেখ্য, নিউইয়র্কের একমাত্র বাংলাদেশী গাইডেড ট্যুর প্রতিষ্ঠান বাংলা ট্যুর বিশ্বের পাঁচটি মহাদেশের ১০০ টি শহরে নিয়মিত গাইডেড ট্যুর অপারেট করে থাকে। ভ্রমণে আগ্রহীরা (৩৪৭ ২৮০ ৭২৬৯) এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।

Facebook Comments Box

Posted ১:১০ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com