সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এডামসের বিপর্যয়ে কুমো’র চোখ সিটি হলে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   118 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এডামসের বিপর্যয়ে কুমো’র চোখ সিটি হলে

নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামসের ভাগ্য বিপর্যয় ঘটলে সুপ্রসন্ন হবে সাবেক গর্ভনর এন্ড্রু কুমোর। অর্থনৈতিক অনিয়ম সহ নানাবিধ অভিযোগের ভিত্তিতে মেয়র এরিক এডামসের বিরুদ্ধে তদন্ত চলছে। ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআই এর কড়া নজর তার ওপর। যদি এরিক এডামসকে মেয়রের পদ থেকে পদত্যাগ করতে হয় তবে একটি স্পেশাল ইলেকশন হবে নিউইয়র্ক সিটিতে। আর সে নির্বাচনে নিউইয়র্ক স্টেটের সাবেক গর্ভনর জনমত জরিপে এগিয়ে আছেন। পলিটিক্যাল কনসাল্টিং ফার্ম স্লিংশট স্ট্র্যাটেজিস এ জরিপ চালিয়েছে। উল্লেখ্য  এন্ড্ররু কুমো একাধিক যৌন হয়রানীর অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ১০ আগষ্ট পদত্যাগ করতে বাধ্য হন। পরবর্তীতে অবশ্য আইনের দৃষ্টিতে অভিযোগগুলো প্রমাণিত হয়নি। দীর্ঘ নিরবতার পর রাজনীতিতে আবার সক্রিয় হবার ইচ্ছে ব্যক্ত করেছেন তিনি। রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে, আগামীতে তিনি নিউইয়র্ক সিটি মেয়র পদে নির্বাচন করতে চান।
নিউইয়র্কের বিভিন্ন মিডিয়ার খবরে বলা হয়েছে, এডামস রিজাইন করলে বিশেষ নির্বাচনে কুমো নিশ্চিত মেয়র পদপ্রার্থী। সেক্ষেত্রে আরও ২ জন প্রার্থীর নামও এসেছে জরিপে। তারা হলেন নিউইয়র্ক সিটি পাবলিক এডভোকেট জুমানি উইলিয়ামস ও সাবেক স্যানিটেশন কমিশনার ক্যাথরিন গার্সিয়া। তবে জরিপে কুমো শতকরা ৬৪ ভাগ সর্মথন পেয়েছেন। জুমানী ও ক্যাথরিন পেয়েছেন যথাক্রমে মাত্র ৩৬% ও ১২%। এই জরিপ প্রকাশের পরপরই সিটির ডেপুটি মেয়র ফ্যাবিয়ান লেভি তীব্র প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, ২০২১ সালে নির্বাচনী প্রচারনায় এরিক এডামস নিয়মবর্হিভূত কোন ডোনেশন নিয়েছেন কিনা তা জাস্টিস ডিপার্টমেন্ট খতিয়ে দেখছে। মেয়র এই তদন্তে নিজ থেকেই সহায়তা করছেন। তার বিরুদ্ধে কোন চার্জও গঠন করা হয়নি। এমতাবস্থায় আগাম এই ধরনের জরিপ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।

Facebook Comments Box

Posted ১২:১৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৫ ডিসেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com