রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ৫

অপরাধ ডেস্ক   |   মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   122 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফরিদপুরে ডিবি পুলিশের বিশেষ অভিযান, গাঁজা-ইয়াবাসহ আটক ৫

ফরিদপুরে বিশেষ অভিযান চালিয়ে এক কেজি গাঁজা ও ৫০৫ পিস ইয়াবাসহ পাঁচজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ তাদের আটকের বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। এর আগে সোমবার রাতে জেলার মধুখালী ও বোয়ালমারী উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ ওই পাঁচ ব্যাক্তিকে আটক করা হয়।

আটকরা হলেন, জেলার বোয়ালমারী উপজেলার গুনবাহ এলাকার আ: মান্নান শেখের ছেলে মনির শেখ (৪৫) ও একই গ্রামের আমজেদ মোল্যার ছেলে ইয়াছিন মোল্যা (৩৫) এবং একই উপজেলার দূর্গাপুর এলাকার মোতালেব ফকিরের ছেলে ইমরুল ফকির (৩৮)। এ সময় তাদের কাছে থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়।

অন্যদিকে, জেলার মধুখালী উপজেলার মেছেরদিয়া এলাকা থেকে আদম আলী খানের ছেলে মো. রমজান খান (৪৩) ও একই উপজেলার বনমালিদিয়া গ্রামের ইদ্রিস মোল্লার ছেলে মুরাদ হোসেন মোল্লাকে (৩৮) আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৫০৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে বোয়ালমারী ও মধুখালী থানায় পৃথক মাদক মামলা করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com