রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কে ডিপোর্টেশনের তালিকায়  আড়াই লাখ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   143 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে ডিপোর্টেশনের তালিকায়  আড়াই লাখ

নিউ ইয়র্কের কর্মকর্তারা প্রেসিডেন্ট ট্রাম্পর প্রশাসনের অধীনে গণ—ডিপোর্টেশনের প্রস্তুতি নিচ্ছেন। ইমিগ্র্যান্ট সমর্থকরা আশঙ্কা করছেন চার বছর আগে ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন যেভাবে অভিযান চালানো হয়েছিল, সেইভাবে ভোরের অভিযান বিভিন্ন মহল্লা মহল্লায় আবারও শুরু হবে। নিউ ইয়র্ক সিটিতে অভয়ারণ্য আইন রয়েছে তবে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস বলেছেন, তিনি অপরাধের অভিযোগে অভিযুক্ত অভিবাসীদের ধরতে রাষ্ট্রপতি ট্রাম্প এবং ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার সাথে কাজ করবেন।

ইমিগ্র্যান্ট আদালতের তথ্যানুসারে আড়াই লাখ নিউ ইয়র্কবাসীর বিরুদ্ধে ডিপোর্টেশন অর্ডার (বহিষ্কারের আদেশ) রয়েছে।২০০০ থেকে ২০২৪ সালের মধ্যে নিউ ইয়র্ক স্টেটের আড়াই লাখ অবৈধ অভিবাসীর বাসায় এই অর্ডার পাঠানো হয়েছে। তা এখন আইস পুলিশের হাতে। তারা এই তালিকা ধেও ধেও হানা দেবার প্রস্তুতি নিচ্ছে।

 

Facebook Comments Box

Posted ৩:৪৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com