মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বোর্নমাউথে স্বস্তির ড্র ম্যানইউর

খেলা ডেস্ক   |   রবিবার, ১৪ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   22 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বোর্নমাউথে স্বস্তির ড্র ম্যানইউর

বোর্নমাউথের বিপক্ষে ঘরের মাঠে প্রথম দেখায় ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ইউনাইটেড। এবার হারের শঙ্কা এড়িয়ে কোনোমতে ড্র করল তারা। প্রতিপক্ষের মাঠে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-২ গোলে ড্র করেছে এরিক টেন হাগের দল।

ম্যাচের ১৬ মিনিটে ইউনাইটেডের ভুলে গোল হজম করে বসে তারা। মাঝমাঠে আলেহান্দ্রো গার্নাচো বল তুলে দেন প্রতিপক্ষের পায়ে। সতীর্থের বাড়ানো পাস পেয়ে ধীরেসুস্থে গোল করেন সোলাঙ্কি। তবে ১৫ মিনিট পর সমতায় ফেরে ম্যানইউ। ইংলিশ ক্লাবটির পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের একক প্রচেষ্টাতেই গোল পায় ওল্ড ট্রাফোর্ডের দলটি। যদিও রক্ষণ দুর্বলতায় পাঁচ মিনিট পর ফের পিছিয়ে পড়ে অতিথিরা। গোল করেন ডাচ ফুটবলার জাস্টিন ক্লুইভার্ট। ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বোর্নমাউথ।

দ্বিতীয়ার্ধে খেলায় ফিরতে আক্রমণের ধার বাড়ায় টেন হাগের দল। ৬৫ মিনিটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় তারা। বোর্নমাউথের ডি-বক্সে ইউনাইটেড ডিফেন্ডার অ্যাডাম স্মিথের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান ব্রুনো ফার্নান্দেজ।

শেষ পর্যন্ত আর কোনো দল গোলের দেখা পায়নি। তাতে স্বস্তির ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। কাছে গিয়েও জয় বঞ্চিত হয় বোর্নমাউথ।

৩২ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড। দিনের প্রথম ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া নিউক্যাসল ইউনাইটেড সমান ৫০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে।

Facebook Comments Box

Posted ৮:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ১৪ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com