শুক্রবার ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   55 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রাতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল

বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার বেশিদিন হয়নি। এরইমাঝে আবার মাঠে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের সিরিজ খেলতে নামবে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ। প্রতিপক্ষ নিউজিল্যান্ডও বাংলাদেশ পা রাখছে আজ।

দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড দল। রাত দশটায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছানোর কথা রয়েছে কেইন উইলিয়ামসনদের।

রাতে বিশ্রাম শেষে আগামীকাল প্রথম টেস্টের ভেন্যু সিলেটে রওনা দেবে নিউজিল্যান্ড। একইসাথে বাংলাদেশ দলও যাবে সিলেটে। এরপর ২৩ ও ২৪ নভেম্বর সেখানেই অনুশীলন করবে দুই দলের ক্রিকেটাররা। দুই দিন অনুশীলনের পর একদিনের বিরতি। ২৬ ও ২৭ নভেম্বর আবারও অনুশীলন করবে তারা। ২৮ নভেম্বর প্রথম টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে নয়টায় শুরু হবে খেলা।

৩ ডিসেম্বর সিলেট থেকে ঢাকায় ফিরবে দুই দল। ৪ ও ৫ ডিসেম্বর আনুষ্ঠানিক অনুশীলন করবেন ক্রিকেটাররা। এরপর ৬ ডিসেম্বর থেকে মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম শুরু হবে দ্বিতীয় টেস্ট ম্যাচটি। দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে ১১ ডিসেম্বর দেশে ফিরবে নিউজিল্যান্ড দল।

বাংলাদেশ স্কোয়াড- নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, শাহাদাত হোসেন দিপু ও হাসান মুরাদ।

নিউজিল্যান্ড স্কোয়াড– টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল, ডেভন কনওয়ে, নেইল ওয়েগনার, কাইল জেমিসন, টম ল্যাথাম, ড্যারেল মিচেল, হেনরি নিকলস, এইজাজ প্যাটেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেইন উইলিয়ামসন, উইল ইয়াং।

Facebook Comments Box

Posted ৫:১০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com