রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

দুই টাকা করে লভ্যাংশ দেবে মেঘনা লাইফ

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ৩০ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   139 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই টাকা করে লভ্যাংশ দেবে মেঘনা লাইফ

রোববার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ সভা ২০২২ সালের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ অর্থাৎ শেয়ার প্রতি ২ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। ফলে কোম্পানির ৪ কোটি ২৪ লাখ ৫ হাজার ২১৮ শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডাররা ৮ কোটি ৪৮ লাখ ১০ হাজার ৪৩৬ টাকা পাবেন।

পর্ষদ ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্ব সম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২১ সেপ্টেম্বর। ওইদিন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে। কোম্পানির রেকর্ড দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২০ আগস্ট।

নতুন প্রজন্মের কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ২০২১ সালে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ অর্থাৎ শেয়ার প্রতি ১ টাকা ৫০ পয়সা করে লভ্যাংশ দিয়েছে। তার আগের বছর ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল তারা।

৪২ কোটি ৪০ লাখ ৫ হাজার টাকার পরিশোধিত মূলধনের কোম্পানির শেয়ার সবশেষ রোববার ৮৬ টাকা লেনদেন হয়েছে।

এদিকে ২০২৩ সালের দ্বিতীয় প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুন সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ পয়সা। যা ২০২২ সালের একই শেয়ার প্রতি লোকসান ছিল ৩৩ পয়সা।

আর চলতি বছরের দুই প্রান্তিকে শেয়ার প্রতি আয় ইপিএস ৯৮ পয়সা। এর আগের একই সময়ে শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছিল ২৬ পয়সা।

Facebook Comments Box

Posted ১১:১০ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com