
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত | পড়ুন মিনিটে
ব্রোকারহাউজ ক্যাটাগরিতে -পুঁজিবাজারের সেরা মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান বা ইন্টারমিডিয়ারিজ হিসেবে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার -২০২২ পেয়েছে শেলটেক ব্রোকারেজ লিমিটেড। মঙ্গলবার (২৫ জুলাই) বিএসইসি আনুষ্ঠানিকভাবে শেলটেক ব্রোকারেজ লিমিটেডসহ বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার ট্রফি, সনদ ও চেক হস্তান্তর করে।
প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, এমপির কাছ থেকে শেলটেক ব্রোকারেজ লিমিটেডের পক্ষে স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter