সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুনাফা কমেছে তিন ব্যাংকের

অর্থনীতি ডেস্ক   |   মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুনাফা কমেছে তিন ব্যাংকের

প্রতিষ্ঠান তিনটির এপ্রিল থেকে ৩০ জুন, ২০২৩ সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য মতে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ইউসিবির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩৫ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৬২ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় কমেছে ২৭ পয়সা।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিক জানুয়ারি-জুন ২০২৩ সময়ে ব্যাংকটির মুনাফা কমেছে। চলতি বছরের অর্ধবার্ষিকে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৬৮ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৮৫ পয়সা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় কমেছে ১৭ পয়সা।

মুনাফার কমার প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯ টাকা ৯ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৭ টাকা ৩২ পয়সা।

ব্যাংক খাতের আরেক কোম্পানি এনআরবিসি ব্যাংকটির চলতি বছরের দুই প্রান্তিক জানুয়ারি-জুন ২০২৩ সময়ে মুনাফা কমেছে। চলতি বছরের অর্ধবার্ষিকে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ৫১১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৭৩৪ পয়সা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় কমেছে।

মুনাফার কমার প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৮৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১৬ টাকা ১ পয়সা।

এছাড়াও দ্বিতীয় প্রান্তিকে উত্তরা ব্যাংকের শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৯০ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ১ টাকা ৩৮ পয়সা। অর্থাৎ শেয়ার প্রতি আয় কমেছে।

শুধু দ্বিতীয় প্রান্তিকেই নয়, চলতি বছরের দুই প্রান্তিক জানুয়ারি-জুন ২০২৩ সময়ে ব্যাংকটির মুনাফা কমেছে। চলতি বছরের অর্ধবার্ষিকে ব্যাংকটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৬৪ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২ টাকা। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে শেয়ার প্রতি আয় কমেছে।

মুনাফার কমার প্রান্তিকে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৩১ পয়সা। যা ২০২২ সালের একই সময়ে ছিল ২৬ টাকা ২১ পয়সা।

Facebook Comments Box

Posted ১০:৪৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৫ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com