
অর্থনীতি ডেস্ক | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ | প্রিন্ট | 155 বার পঠিত | পড়ুন মিনিটে
ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা গত ১০ বছরে বেড়ে সাত গুণ হয়েছে। বর্তমানে ৪৩ দশমিক ৬ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে, যা ২০১৩ সালে ছিল ৬ দশমিক ৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএসের) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার জরিপ-২০২৩ শীর্ষক জরিপ প্রতিবেদনে গতকাল সোমবার প্রকাশ করা হয়।
এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। আরও বক্তব্য রাখেন আইসিটি বিভাগের সচিব সামসুল আরেফিন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন। বিবিএসের মহাপরিচালক মো. মতিয়ার রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
জরিপ প্রতিবেদনে বলা হয়, মোবাইল ফোন ব্যবহার করেন ৯৭ দশমিক ৯ শতাংশ মানুষ। এর মধ্যে স্মার্টফোন ৬৩ দশমিক ৩ শতাংশ, রেডিও ১৪ দশমিক ৯ শতাংশ, টেলিভিশন ৬২ দশমিক ২ শতাংশ এবং কম্পিউটার ৮ দশমিক ৯ শতাংশ, ল্যান্ডফোন শূন্য দশমিক ৭ শতাংশ পরিবার ব্যবহার করে।
খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারী সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫৯ দশমিক শূন্য শতাংশ। সবচেয়ে কম বরিশাল ও রংপুর বিভাগে ২৭ দশমিক ৩ শতাংশ। খানা পর্যায়ে মোবাইল ফোন ব্যবহারকারী সবচেয়ে বেশি খুলনা বিভাগে ৯৯ দশমিক ২ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৯২ দশমিক ৪ শতাংশ।
কম্পিউটার ব্যবহারকারীর হার সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৪ দশমিক ৬ শতাংশ। সবচেয়ে কম সিলেট বিভাগে ৩ দশমিক ৯ শতাংশ। অন্যদিকে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৪ দশমিক ৫ শতাংশ। মোবাইল ফোন ৯০ দশমিক ৫ শতাংশ ও কম্পিউটার ৭ দশমিক ৯ শতাংশ। নিজস্ব মোবাইল ফোন আছে এমন ব্যক্তির হার ৬৩ দশমিক ৮ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, স্মার্ট মোবাইলসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এটা উন্নয়নের জন্য খুব ভালো খবর। তবে প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও বৈষম্য দেখা যাচ্ছে। সিলেটে টেলিভিশনের ব্যবহারকারী কমেছে। রংপুরে বেড়েছে। এর কারণ খুঁজে বের করা দরকার।
আলোচনায় বিবিএসের মহাপরিচালক বলেন, তথ্য প্রযুক্তির ব্যবহার বাড়ছে। জরিপ ছাড়াই এ রকম অনুমান করা যায়। তবে জরিপে উঠে এসেছে ল্যান্ডফোন ব্যবহারকারী অত্যন্ত কমে গেছে। এই তথ্য থেকে ল্যান্ডফোন-সংক্রান্ত নীতি সিদ্ধান্ত নিতে পারবে সরকার।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter