
অর্থনীতি ডেস্ক | রবিবার, ০৯ জুলাই ২০২৩ | প্রিন্ট | 122 বার পঠিত | পড়ুন মিনিটে
সংকটের মধ্যেও বিভিন্ন আর্থিক সূচকে তুলনামূলক ভালো করেছে রাষ্ট্রীয় মালিকানার বাণিজ্যিক ব্যাংক সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংক। এদের মধ্যে চলতি বছরের প্রথম ছয় মাসে সােনালী ও রূপালী ব্যাংকের পরিচালন মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে বেড়েছে। অগ্রণী ব্যাংকের মুনাফা সামান্য কমেছে।
এদিকে নানা অনিয়মের কারণে আলোচনায় থাকা জনতা ব্যাংক মুনাফার ক্ষেত্রে অনেক পিছিয়ে পড়েছে। ব্যাংকটিতে ক্রিসেন্ট লেদার, অ্যাননটেক্স, বিসমিল্লাহ গ্রুপের মতো বড় অনিয়মের রেশ টানতে গিয়ে পরিচালন মুনাফা কমেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ৬ মাসে সোনালী ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে ১ হাজার ৬৭৯ কোটি টাকা। আগের বছর যা ছিল ১ হাজার ৪৫ কোটি টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় আমানত ১০ হাজার ৪১৩ কোটি টাকা বেড়ে গত জুন শেষে ১ লাখ ৪৮ হাজার ৭৮৬ কোটি টাকা হয়েছে। ঋণস্থিতি ৭৫ হাজার ৬৫ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৯০ হাজার ৮২ কোটি টাকা।
সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বলেন, বিভিন্ন সংকটের মধ্যেও সোনালী ব্যাংক ভালো করার প্রধান কারণ সব পর্যায়ে একটি লক্ষ্যমাত্রা দেওয়া হয়। লক্ষ্যমাত্রা অর্জনে কারও ঘাটতি থাকলে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে। খেলাপি ঋণ কমানো এবং ভালো ঋণ বাড়ানো হয়েছে। ফলে মুনাফা বেড়েছে।
অগ্রণী ব্যাংক আমানতে এক লাখ কোটি টাকার ঘর অতিক্রম করতে গিয়ে গত বছর উচ্চ সুদে অনেক টাকা নেয়। উচ্চ সুদের আমানত কমাতে সতর্ক করে তখন চিঠি দেয় কেন্দ্রীয় ব্যাংক। এখন সেই পরিস্থিতির উন্নতি হয়েছে। উচ্চ সুদের অনেক আমানত ছেড়ে দেওয়ায় আমানতের পরিমাণ আগের বছরের ১ লাখ ৬১ কোটি থেকে কমে ৯৯ হাজার ৭৮০ কোটি টাকায় নেমেছে। একই সময়ে ঋণ আগের বছরের জুনের ৬৬ হাজার ১২ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ৭৫ হাজার ৫৭৫ কোটি টাকা। অবশ্য পরিচালন মুনাফা আগের বছরের ৮৮০ কোটি টাকা থেকে সামান্য কমে ৮৩২ কোটি টাকা হয়েছে।
মুনাফার প্রবৃদ্ধিতে এবার সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে রূপালী ব্যাংক। প্রথম ৬ মাসে ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৩৪০ কোটি টাকা। আগের বছর যা মাত্র ৫৭ কোটি টাকা ছিল। আগের বছরের একই সময়ের তুলনায় আমানত ১৫ হাজার কোটি টাকার মতো বেড়ে গত জুন শেষে ৬৬ হাজার ৬০২ কোটি টাকা হয়েছে। ঋণ ৮ হাজার কোটি টাকার মতো
বেড়ে হয়েছে ৪৫ হাজার ৮৬০ কোটি টাকা। জানা গেছে, জনতা ব্যাংক জুন শেষে গত ৬ মাসে মাত্র ২৪৬ কোটি টাকার মুনাফা করেছে। আগের বছরের প্রথম ৬ মাসে যা ৪০০ কোটি টাকা ছিল।
Posted ৯:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ০৯ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter