রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ঐতিহ্যবাহী উপকরণে উচ্চমূল্যের পোশাকের বাজার ধরার উদ্যোগ বিজিএমইএর

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ২১ জুন ২০২৩   |   প্রিন্ট   |   68 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐতিহ্যবাহী উপকরণে উচ্চমূল্যের পোশাকের বাজার ধরার উদ্যোগ বিজিএমইএর

দেশের ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে পশ্চিমা রপ্তানি বাজারের উপযোগী উচ্চমূল্যের পোশাক উৎপাদন এবং রপ্তানির উদ্যোগ নিয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএমইএ। বিশ্ববাণিজ্য সংস্থা–ডব্লিউটিও এবং সরকারের পক্ষ থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় সমন্বিত উন্নত কাঠামো (ইআইএফ) নামে একটি প্রকল্পের অধীনে দুই বছর ধরে এ কার্যক্রম চলছে।

বুধবার এক সংবাদ সম্মেলনে এ উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। রাজধানীর উত্তরায় বিজিএমইএ ভবনে আয়োজিত এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উপসচিব ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিজিএমইএ ফ্যাশন ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি– বিইউএফটির ভিসি ড. আয়ুব নবী খান, বিজিমএইএর পরিচালাক নীলা হোসনে আরা প্রমূখ।

বিজিএমইএ সভাপতি বলেন, আর্ন্তজাতিক বাজারের সঙ্গে মিল রেখে বাংলার স্থানীয় ঐতিহ্যবাহী বস্ত্রের ফিউশনে উচ্চমূল্যের আধুনিক ফ্যাশন পণ্য উৎপাদন করতে চান তারা। এতে পোশাকের স্থানীয় মূল্যসংযোজন বাড়বে আবার পণ্যে বৈচিত্র্যও আসবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খাদি, মসলিন এবং স্থানীয় ঐতিহ্যের মোটিফ যেমন শাপলা, রয়্যাল, বেঙ্গল টাইগার, রিকশা পেইন্ট ইত্যাদি তুলে ধরতে আরও দুটি পৃথক প্রকল্প হাতে নেওয়ার কথা জানান তিনি। একটি নতুন হেরিটেজ ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ঐতিহ্যের পণ্য, অনন্য নকশা বিভিন্ন পণ্যের বিস্তারিত তথ্য রয়েছে।

জানা গেছে, ফ্যাশন ডিজাইনার, উদ্ভাবক ও তাঁতীসহ সংশ্লিস্ট মোট ১৬০ জনকে গত দুই বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। রপ্তানি বাজারে ভোক্তাদের চাহিদার সঙ্গে মিল রেখে দেশের বস্ত্র ও পোশাক খাতের ঐতিহ্যবাহী উপকরণ যুক্ত করে (ফিউশন) উচ্চমূল্যের আধুনিক পোশাক উৎপাদনের কারগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Posted ২:১৬ অপরাহ্ণ | বুধবার, ২১ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com