বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

উদিচীর সম্মেলনে বোমা হামলার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৩ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উদিচীর সম্মেলনে বোমা হামলার বিচার দাবি

 

উদিচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র শাখা যশোহরে হত্যাকান্ড ও বিস্ফোরণের ঘটনায় গত ২২ বছরেও কোন বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে। উদিচীর অনুষ্ঠানে বোমা হাশলার ২২ বছর পূর্তি উপলক্ষ্যে ১২ মার্চ রোববার জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা এ ক্ষোভ প্রকাশ করেন। সংগঠক,লেখক ও রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন শরাফ সরকার,জাকির হোসেন বাচ্চু, ওবায়দুল্লাহ মামুন,আলীম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, হিরো চৌধুরী ও সুপর্না সরকার ইমা।


বক্তারা বলেন, ১৯৯৯ সালে যশোহরে তিন দিনব্যাপী উদীচীর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। দেশ বিদেশ থেকে উদীচীর ভাই-বোন এবং সস্মানিত অতিথি শিল্পী-সাহিত্যিক, বুদ্ধিজীবী, সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। তখনই সম্মেলনের তৃতীয় দিন অর্থাৎ ৬ই মার্চ বিকেলে অনুষ্ঠান চলাকালীন সময়ে এক শক্তিশালী বোমা হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থালে নিহত হন নূর ইসলাম, নাজমুল হুদা তপন, সন্ধ্যা রানী ঘোষ, ইলিয়াস মুন্সী, শাহ আলম বাবুল, বাবুল সুত্রধর, শাহ আলম বুলু, রতন রায় ও রামকৃষ্ণ সহ ১০ জন। আহত হন দুই শতাধিক নারী পুরুষ। তাদের মধ্যে পঞ্চাশ জনের অধিক হাত-পা-চোখ হারিয়ে জীবনের মত পঙ্গু হয়ে যান। উদিচীর অনুষ্টানে হামলার ২২ বছর পার হলো। মুক্তিযুদ্ধের সরকার ক্ষমতায় থাকার পরও বিচার কার্য শেষ হলো না। হামলাকারিার ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল। এটা দুঃখ ও ক্ষোভের বিষয়। আমরা দ্রুত বিচার দাবি করছি। সভার লিখিত বক্তব্যে বলা হয়, সরকার প্রথমে বাদী হয়ে মামলা করে এবং প্রহসনের বিচার করে। পরে উদীচীর পক্ষ থেকে পুর্নতদন্তের জন্য আবেদন করা হলে সেটা গৃহীতও হয়েছিল। কিন্তু বর্তমানে মামলা কার্যক্রম স্থবির হয়ে আছে। আমরা জানিনা স্বাধীনতার পক্ষ শক্তির সরকার ক্ষমতায় থাকা সত্বে কোন অদৃশ্য কারণে বার বার তাগিদ দেয়ার পরও সরকার জাতীয় ও স্থানীয় প্রশাসন কোন উদ্যোগ গ্রহণ করেনি এবং করছে না। তাই দেশ বিদেশের উদীচীর পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে বিচার কার্যক্রম শুরু করে মামলার নিস্পত্তি করা হোক।

Facebook Comments Box

Posted ২:৪৩ পূর্বাহ্ণ | সোমবার, ১৩ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com