
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২০ জুন ২০২৫ | প্রিন্ট | 56 বার পঠিত | পড়ুন মিনিটে
তারুণ্যের প্রতীক ৩৩ বছর বয়সের নিউইয়র্ক সিটির জনপ্রিয় একমাত্র মুসলিম মেয়র প্রার্থী জোহরান মামদানিকে গাড়ী বোমা বিস্ফোরণে হত্যার হুমিক দেয়া হয়েছে। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনিই প্রথম মুসলমান যিনি মেয়র পদে লড়ছেন। ভয়েস মেল দিয়ে মামদানিকে এক ভরাট কণ্ঠস্বরের যুবক গত বুধবার এই হত্যার হুমকি দিয়েছে। নিউইয়র্ক পুলিশ এনওয়াইপিডি জানিয়েছে, তারা এমন মারাত্মক অভিযোগ পাবার পর হেট ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে। এ পর্যন্ত মামদানিকে ৪বার হত্যার হুমকি দেয়া হয়েছে। পুলিশ জানিয়েছে মুসলিম বিদ্বেষি এক যুবক এই ভয়েস মেইল পাঠায়। স¤প্রতি পাওয়া বেশ কয়েকটি হত্যার হুমকির মধ্যে এটি একটি বলে মামদানির প্রচারণা অফিস এবং পুলিশ জানিয়েছে। আগামী বুধবার বিশ্বের রাজধানী নিউইয়র্ক সিটির মেয়র পদের জন্য ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন হবে। এতে সম্ভাব্য নিকটতম প্রতিদ্বন্দ্বি হচ্ছেন নিউইয়র্ক স্টেটের সাবেক গর্ভনর এন্ড্রু কুমো, নিউইয়র্ক স্টেট এসেমব্লিম্যান জোহরান মামদানি ও সিটি কম্পট্রোলার ব্রাড ল্যান্ডার। এই প্রাইমারিতে যিনি জিতবেন তাকেই নিউইয়র্ক সিটির ভবিষ্যত মেয়র হিসেবে ধরে নেয়া হয়। ডেমোক্র্যাটিক সর্মথক অধুষ্যিত সিটি হওয়ায় চূড়ান্ত নির্বাচনে এই দলের প্রার্থীই বিজয়ী হন। এই চূড়ান্ত নির্বাচন হবে নভেম্বর মাসে। সেখানে রিপাবলিকান প্রার্থীও থাকবে। ২৪ জুন বুধবারের প্রাইমারিতে জনমত জরিপে মামদানি ও কুমোর মধ্যে লড়াইয়ের আভাস দিচ্ছে।
এনওয়াইপিডি জানিয়েছে, পুলিশের হেট ক্রাইম ইউনিট উগান্ডায় জন্মগ্রহণকারী মার্কিন মুসলিম নাগরিক নিউইয়র্কের আগামী দিনের মেয়র প্রার্থী জোহরান মামদানির বিরুদ্ধে হুমকির তদন্ত শুরু করেছে। বুধবারের বার্তায় অজ্ঞাত ব্যক্তিটি বলেন, ‘আপনি একটি সন্ত্রাসবাদী অংশ এবং আপনাকে নিউইয়র্ক বা আমেরিকায় স্বাগত জানানো হয় না। আপনার গাড়ি চালু করুন এবং দেখুন কী হয়। আমি আপনার বাড়ি এবং পরিবারের উপর নজর রাখব। কেউ এখানে আপনার সন্ত্রাসবাদী পথ চায় না’।
মামদানির কুইন্স অফিস মার্চ থেকে চারটি ভয়েসমেল পেয়েছে যা মুসলিম বিরোধী হুমকি বলে পুলিশ জানিয়েছে। মামদানির প্রচারণার একজন মুখপাত্র বলেন, যদিও মামদানির কোন গাড়ি নেই। তবে বারবার ফোন করা ব্যক্তির হিংস্র ও নির্দিষ্ট ভাষা উদ্বেগজনক, এবং আমরা সমস্ত সতর্কতা অবলম্বন করছি। আমাদের রাজনীতিতে হিংসা ও বর্ণবাদের কোনও স্থান থাকা উচিত নয়’। মামদানি এখন নির্বাচনের মাঠে এন্ড্রু কুমোর অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে নিজেকে দাড় করিয়েছেন।
মামদানি বারবার বলেছেন, তিনি হিংসা ও ইহুদি বিদ্বেষকে প্রত্যাখ্যান করেন। গত বুধবার তিনি এবং তাঁর পরিবার যে ইসলামোফোবিক হত্যার হুমকি পেয়েছেন। তারপর মামদানি এ বিষয়ে চোখে অশ্রু নিয়ে আবেগপ্রবণ হয়ে কথা বলেছেন।
##
Posted ১:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫
nykagoj.com | Monwarul Islam