বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে চীন

অর্থনীতি ডেস্ক   |   রবিবার, ১২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   204 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে চীন

বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাত খাদ্য, অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও ই-কমার্স খাতে চীনের ব্যবসায়ীরা বিনিয়োগ করতে চান। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটে চীনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

এর আগে বাণিজ্যমন্ত্রী বিজনেস সামিটে যোগদানকারী চায়না কাউন্সিল ফর দ্য প্রোমোশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের ভাইস চেয়ারম্যান ঝাং শাওগাংয়ের সঙ্গে মতবিনিময় করেন। চীনা প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি।

এদিকে সামিটে চায়না কাউন্সিল পদ্মা প্রমােশন অব ইন্টারন্যাশনাল ট্রেডের সঙ্গে এফবিসিসিআইর একটি সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর লক্ষ্য দু’দেশের মধ্যে বাণিজ্য বাড়ানাে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক, সামাজিকসহ সব ক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের উন্নয়ন এখন দৃশ্যমান। বাংলাদেশের অর্থনীতি বিগত যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। সবকিছু জেনেশুনেই বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ করতে এগিয়ে আসছে।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন খুবই লাভজনক স্থান। দেশের বিভিন্ন আকর্ষণীয় স্থানে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ দ্রুত এগিয়ে চলছে। কয়েকটি অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। দেশীয় প্রতিষ্ঠানসহ পৃথিবীর বিভিন্ন দেশ এখানে বিনিয়োগের জন্য এগিয়ে এসেছে। আরও বিপুল বিনিয়োগের সুযোগ রয়েছে। বাংলাদেশ সরকার বিনিয়োগের জন্য বেশ কিছু সুযোগ-সুবিধা দিচ্ছে। বিনিয়োগের আনুষ্ঠানিকতা সহজ করেছে। সামিটে অংশগ্রহণকারী চীনা প্রতিনিধিদের কাছে তুলে ধরা হয়েছে।

৪০ বছর ধরে চীন থেকে বাংলাদেশ বিভিন্ন পণ্য আমদানি করছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের বড় ব্যবসায়িক ও অর্থনৈতিক অংশীদার। বাংলাদেশে চীনের অনেক বিনিয়োগ রয়েছে। এ বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানালে চীনের প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা বিনিয়োগ বাড়াবে। বিশেষ করে জ্বালানি, প্রক্রিয়াজাত খাদ্য, ই-কমার্স, অবকাঠামো উন্নয়নসহ কয়েকটি খাতে বিনিয়োগে চীনের আগ্রহ রয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে চীনের চলমান বাণিজ্যকে আরও বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছে।

টিপু মুনশি বলেন, বাংলাদেশের পক্ষ থেকে চীনের বিনিয়োগকারীদের জানানো হয়েছে, তাদের জন্য ব্যবসা-বাণিজ্য করার সব ব্যবস্থা করে রাখা হয়েছে। বাংলাদেশের সম্ভাবনাময় অনেক খাত রয়েছে। সেগুলোতে বিনিয়োগ করলে চীনের ব্যবসায়ীরা লাভবান হবেন। এসব তথ্য তুলে ধরার পর চীনা প্রতিনিধিরা জানিয়েছেন, তাঁরা বিনিয়োগ বাড়াতে চান। সে জন্য তাঁরা তাঁদের ব্যবসায়ীদের নিয়ে এসেছেন। বাংলাদেশি উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের সঙ্গে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।

Facebook Comments Box

Posted ২:২৮ অপরাহ্ণ | রবিবার, ১২ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com