রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রপ্তানি বিল নগদায়নে ডলারের দর ১০৪ টাকা

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ০১ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   160 বার পঠিত   |   পড়ুন মিনিটে

রপ্তানি বিল নগদায়নে ডলারের দর ১০৪ টাকা

রপ্তানি বিল নগদায়নে প্রতি মার্কিন ডলারে আরও এক টাকা বেশি দেবে ব্যাংকগুলো। আজ বুধবার থেকে প্রতি ডলারে রপ্তানিকারকরা পাচ্ছেন ১০৪ টাকা। গত কয়েকদিন ধরে যা ১০৩ টাকা ছিল। তবে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে সর্বোচ্চ দর ১০৭ টাকায় অপরিবর্তিত থাকবে। আর একটি ব্যাংকের ডলার কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানিতে দর নির্ধারিত হবে।

সংকটের কারণে ব্যাংকগুলো ডলার কিনতে ১১৪ টাকা পর্যন্ত দিচ্ছিল। একবছর আগেও যেখানে ডলার ছিল ৯০ টাকার নিচে। অস্বাভাবিক দর বৃদ্ধি ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত সেপ্টম্বর থেকে ডলার কেনায় সর্বোচ্চ দর নির্ধারণ করে আসছে ব্যাংকগুলো। বৈদেশিক মুদ্রা লেনদেনকারী ব্যাংকগুলোর সংগঠন বাফেদা এবং প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি যৌথভাবে চিঠি দিয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানায়।

শুরুতে গত ১১ সেপ্টম্বর রেমিট্যান্সে সর্বোচ্চ ১০৮ এবং রপ্তানি বিল নগদায়নে ৯৯ টাকা দর নির্ধারণ করা হয়। তবে দুয়ের মধ্যে দরের পার্থক্য কমাতে রেমিট্যান্সে এক টাকা কমানো হয়। আর রপ্তানি বিল নগদায়নে দর বাড়ানো হচ্ছে। পর্যায়ক্রমে দু’টি ক্ষেত্রেই ডলারের দর কাছাকাছি হবে।

Facebook Comments Box

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০১ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com