
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩ | প্রিন্ট | 109 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় কোরিয়া। বর্তমানে দেশটির বিনিয়োগ রয়েছে ১৪০ কোটি ডলার। আগামী ২০৪০ সালের মধ্যে যা ৩০০ কোটি ডলারে নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে দেশটির। গতকাল রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ‘শোকেজ কোরিয়া’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউন।
ঢাকায় আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় আগামীকাল শনি ও রোববার দুই দিনব্যাপী এই ‘শোকেজ কোরিয়া’ নামে কোরিয়ার বিভিন্ন পণ্য প্রদর্শনী করা হবে। বাংলাদেশের সঙ্গে কোরিয়ার ৫০ বছর উদযাপন উপলক্ষে প্রদর্শনীর আয়োজন করছে যৌথভাবে কোরিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেবিসিসিআই) ও কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোরিয়া ট্রেড-ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সির মহাপরিচালক কিম স্যামসু, এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক কো ইয়ংগিল, কোরিয়ান কমিউনিটি ইন বাংলাদেশের চেয়ারম্যান রিউ ইয়ং ওহ এবং কেবিসিসিআইর উপদেষ্টা শাহাব উদ্দিন খান প্রমুখ।
Posted ১২:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter