রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ডিসেম্বরেও সঞ্চয়পত্রে বিনিয়োগের তুলনায় উত্তোলন বেশি

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   130 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ডিসেম্বরেও সঞ্চয়পত্রে বিনিয়োগের তুলনায় উত্তোলন বেশি

কয়েক মাস ধরে জাতীয় সঞ্চয়পত্রে যে পরিমাণ বিনিয়োগ হচ্ছে, তার চেয়ে আগে কেনা সঞ্চয়পত্রের ভাঙানো বাবদ মূল অর্থ পরিশোধের পরিমাণ বেশি হচ্ছে। ডিসেম্বরেও একই পরিস্থিতি। জুলাই-ডিসেম্বর, অর্থাৎ চলতি অর্থবছরের প্রথম ছয় মাসেও নিট বিনিয়োগ ঋণাত্মক।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডিসেম্বর মাসে গ্রাহকরা মোট ৫ হাজার ৫৪২ কোটি টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করেছেন। এ মাসে গ্রাহকদের আগে কেনা সঞ্চয়পত্রের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ৭ হাজার ৩৩ কোটি টাকা। ধারণা করা হচ্ছে, মেয়াদ পূর্তির আগে অনেকে সঞ্চয়পত্র ভেঙে ফেলছেন। এ কারণে মূল পরিশোধ বেশি। এর ফলে নিট বিনিয়োগ ১ হাজার ৪৯১ কোটি টাকা ঋণাত্মক। অন্যদিকে, সরকার সুদ পরিশোধ করেছে ৩ হাজার ৭৯৯ কোটি টাকা। সুদের অঙ্ক বিবেচনায় নিলে নিট বিনিয়োগ আরও ঋণাত্মক হওয়ার কথা।

সংশ্নিষ্টরা জানান, গত সেপ্টেম্বর থেকে এ প্রবণতা দেখা যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যেই সঞ্চয় ভাঙানোর প্রবণতা বেশি। উচ্চ মূল্যস্ম্ফীতিসহ বিভিন্ন কারণে নতুন করে সঞ্চয় বা বিনিয়োগ প্রবণতাও কমেছে।
চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে মোট ৪০ হাজার ৪৭২ কোটি টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে। একই সময়ে মূল পরিশোধ করা হয়েছে ৪৩ হাজার ৫৭৯ কোটি টাকা। এতে করে নিট বিক্রি ৩ হাজার ১০৭ কোটি টাকা ঋণাত্মক হয়েছে। সুদ পরিশোধ করা হয়েছে ২৩ হাজার ৪৯০ কোটি টাকা।

Facebook Comments Box

Posted ১২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com