
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২১ এপ্রিল ২০২৫ | প্রিন্ট | 116 বার পঠিত | পড়ুন মিনিটে
গভর্নরের অনুপস্থিতিতেই বিশ্বজিৎ সাহার রেমিট্যান্স ফেয়ার অনুষ্ঠিত হলো।। বাংলাদেশ ব্যাংকের গর্ভণর ড. আহসান মনসুর ছিল এ মেলার প্রধান আর্কষণ। কিন্তু মেলার প্রধান উদ্যোক্তা বিশ্বজিৎ সাহার অতীত কর্মকান্ড . বিশেষ করে পতিত ফ্যাসিবাদ সরকারের সাথে দহররম মহররম থাকার অভিযোগের প্রেক্ষিতে গভর্নর এতে অংশ না নেবার সিদ্ধান্ত নেন। অথচ তিনি নিউইয়র্কেই ছিলেন। তাকে যেন অনুরোধের বেড়াজালে আবিষ্ট করতে না পারেন সেজন্য পূর্ব নির্ধারিত হোটেলের বুকিংও বাতিল করা হয়। তিনি উঠেন অন্য হোটেলে। যেখানে বিশ্বজিৎ সাহাদের প্রভাব থাকবে না। গভর্নরের অনুপস্থিতিতে ১৮ এপ্রিল লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে রেমিট্যান্স ফেয়ারের উদ্বোধন করেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন এ ফেয়ারের অন্যতম হোস্ট ‘বাংলাদেশ—ইউএসএ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন অর্থনীতিবিদ এবং লেখক ড. বিরূপাক্ষ পাল।
বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী, এ´মি ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোখলেসুর রহমান, এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম। তারা সকলেই আশা প্রকাশ করেন যে, রেমিট্যান্সের প্রবাহ গত ৮ মাসে যেভাবে বেড়েছে তা অব্যাহত থাকলে বছর শেষে বৈদেশিক মুদ্রা রিজার্ভের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। এ সময় ব্যাংকাররা উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যের প্রবাসীরা অশিক্ষিত। তারা সেখানে স্থায়ী নন। যুক্তরাষ্ট্রে বসবাসরতরা সকলেই বিত্তশালী ও শিক্ষিত। তাই তারা বাংলাদেশে বিনিয়োগের যে পরিবেশ তৈরী হয়েছে সে সুযোগ গ্রহণ করে ছোট—বড়—মাঝারি শিল্প—কারখানা গড়তে পারেন। ব্যাংকসমূহ এবং সরকারের তরফ থেকেও এমন অঙ্গিকার রয়েছে। ১৯ ও ২০ এপ্রিল ২ দিন জ্যাকসন হাইটসের সানাই রেষ্টুরেন্টে রেমিট্যান্স সংক্রান্ত বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়।
নিউইয়র্কে অবস্থান করেও এই মেলায় কেন যোগদান করেন নি জানতে চাইলে গভর্নর সাংবাদিকদের বলেছেন, বির্তকিত মেলায় আমি যেতে পারি না। কোন দলের ভাবাপন্ন মেলায়তো প্রশ্নই ওঠে না। সবাই মিলে রেমিট্যান্স ফেয়ার আয়োজন করলে অবশ্যই যাবো।
Posted ১:১০ পূর্বাহ্ণ | সোমবার, ২১ এপ্রিল ২০২৫
nykagoj.com | Monwarul Islam