সোমবার ১২ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্কে বিশ্বজিৎ সাহার রেমিট্যান্স ফেয়ারে গভর্নরের  নাঃ মতবিনিময় কনস্যুলেটে

মনোয়ারুল ইসলাম   |   বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫   |   প্রিন্ট   |   122 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে বিশ্বজিৎ সাহার রেমিট্যান্স ফেয়ারে গভর্নরের  নাঃ মতবিনিময় কনস্যুলেটে

নিউইয়র্কের বির্তকিত রেমিট্যান্স মেলায় বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আহসান মনসুর যাচ্ছেন না। আগামী ১৯ এপ্রিল নিউইয়র্কের জ্যাকসন হাইটস্থ সানাই রেষ্টুরেন্টে গভর্নরের এই মেলা উদ্বোধন করার কথা ছিল। সেখানে না গিয়ে তিনি বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রবাসী বাংলাদেশিদের সাথে রেমিট্যান্স ও অন্যান্য ইস্যুতে মত বিনিময় করবেন ১৯ এপ্রিল বিকেলে। এই কথিত ‘রেমিট্যান্স মেলায়’ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও একাধিক ব্যাংকের চেয়ারম্যানের যোগদানকে কেন্দ্র করে নিউইয়র্কে বাংলাদেশ কমিউনিটি বিভক্ত হয়ে পড়েছে। গত ২ মাস ধরে নিউইয়র্কের বই ব্যবসায়ী বিশ্বজিৎ সাহা ১৯—২০এপ্রিল রেমিট্যান্স মেলার আয়োজনের জানান দিচ্ছেন। জ্যাকসন হাইটস্থ সানাই রেষ্টেুরেন্টে শনিবার এই মেলা উদ্বোধন হবে। পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছেন এই মেলার। যাতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করবেন। তার এই উদ্যোগে ৫ আগষ্ট ছাত্র জনতার নেতৃত্বে অভ্যুত্থানের সর্মথকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকে প্রকাশ্যে বলতে থাকেন, মেলার আয়োজক গত ১৭টি বছর ফ্যাসিবাদের দোসর ছিলেন। ঢাকায় গিয়ে শেখ মুজিবের উপর একাধিক ডকুমেন্টারি তৈরি করে শেখ হাসিনার নজরে আসার চেষ্টা করেছেন। মন্ত্রীদের নিয়ে অনুষ্ঠান করেছেন। তা’ছাড়া রেমিট্যান্স ব্যবসার সাথেও তিনি জড়িত নন।

বির্তকিত বিশ্বজিৎ সাহার এই মেলায় গভর্নরের যোগদানের খবরে যুক্তরাষ্ট্রস্থ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গত ১২ এপ্রিল এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। তারা ঘোষণা দেন, ফ্যাসিবাদের দোসর বিশ্বজিৎ সাহার মেলায় গভর্নর ও বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান যোগ দিলে লার্গোডিয়া ম্যারিয়ট হোটেল ও সানাই রেষ্টুরেন্টের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে।

বুধবার ১৬ এপ্রিল রাতে প্রতিবেদক দায়িত্বশীল সূত্রে জানতে পারেন, গভর্নর সিদ্ধান্ত নিয়েছেন ‘রেমিট্যান্স ফেয়ারে’ যাবেন না।

এদিকে ১৬ এপ্রিল বিশ্বজিৎ সাহা ‘রেমিট্যান্স মেলায়’ যোগদানের জন্য স্থানীয় সাংবাদিকদের আমন্ত্রন জানিয়েছেন। তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নর ও বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান তার ১৯—২০ এপ্রিলের রেমিট্যান্স মেলায় উপস্থিত থাকবেন। ১৯ এপ্রিল বিকেল ৩টায় উদ্বোধন করা হবে। চলবে রাত ৮টা পর্যন্ত। বিশ্বজিৎ সাহার প্রেস বিজ্ঞপ্তি অনুসারে এই মেলায় ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ মাসুদ, ডেপুটি গভর্নর হাবিবুর রহমান,এনসিসি ব্যাংকের চেয়ারম্যান নুরুন নেওয়াজ ও ব্যাংকস এসোসিয়েশনের চেয়ারম্যান আব্দুল হাই সরকারেরও এই মেলায় যোগ দেবার কথা।

এদিকে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে প্রায় একই সময়ে গভর্নরের কর্মসূচি রয়েছে। ১৯ এপ্রিল বিকেল ৫টায় তিনি প্রবাসী বাংলাদেশিদের সাথে মত বিনিময় করবেন। এরপর স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই মতবিনিময় সভায় প্রবাসীদের যোগদানের জন্য কনস্যুলেট অফিস থেকে আমন্ত্রন জানানো হচ্ছে।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রতিকেদককে গত বুধবার জনান, বাংলাদেশ ব্যাংকের গর্ভনর আইএমএফ এর সভায় যোগ দিতে ২০ এপ্রিল ওয়াশিংটনে আসছেন। এর আগে তিনি ১৮ এপ্রিল যাবেন নিউইয়র্কে। ১৯ এপ্রিল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট অফিসে রেমিট্যান্স ও অন্যান্য বিষয় নিয়ে কমিউনিটির সদস্যদের সাথে মতবিনিময় করবেন। অন্য কোন প্রোগ্রামে তার যাবার কথা আমাদের জানা নেই।

Facebook Comments Box

Posted ২:২৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com