রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উবার-লিফটের কাছে ড্রাইভারদের পাওনা ৩২৮ মিলিয়ন ডলার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৩ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   82 বার পঠিত   |   পড়ুন মিনিটে

উবার-লিফটের কাছে ড্রাইভারদের পাওনা ৩২৮ মিলিয়ন ডলার

উবার—লিফটের কাছ থেকে পাওনা আদায়ের জন্য যেসব ড্রাইভার এখনো আবেদন করেননি, তারা আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স ড্রাইভারদের আবেদনের বিষয়ে সহযোগিতা করছে। যাদের ক্লেম আইডি রয়েছে, তারা ক্লেম আইডি দিয়ে আবেদন করতে পারবেন। যাদের ক্লেম আইডি নেই, তারা নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের অফিসে গিয়ে আবেদন করতে পারবেন। এ জন্য দুটি আইডি লাগবে। আইডি দ্বারা আবেদকারীর তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।

নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের লেবার অর্গানাইজার মোহাম্মদ টিপু সুলতান জানিয়েছেন, মোট ৯০ হাজারের বেশি ড্রাইভার উবার ও লিফটের কাছে অর্থ পাওনা ছিলেন। এর মধ্যে প্রথম দিকেই ৬০ হাজার ড্রাইভার আবেদন করেছেন এবং তাদের বিষয়গুলো নিষ্পত্তি হয়েছে। বাকি ৩০ হাজার ড্রাইভার শুরুতে আবেদন করেননি। তবে সম্প্রতি আরও ১০ হাজার জন আবেদন করেছেন। এখনো ২০ হাজার ড্রাইভার আবেদন করেননি। এর আগেও আমরা ড্রাইভারদের আবেদন করতে সহায়তা করেছি। কিন্তু তখন আমাদের কাছে ক্লেম আইডি নম্বর ছিল না। এখন আমাদের কাছে ক্লেম আইডি নম্বর আছে। কোনো ড্রাইভারের কাছে যদি তার কোনো তথ্য না—ও থাকে, সেই আইডি নম্বর দিয়ে আমরা ওই ড্রাইভারের সব তথ্য বের করতে পারব। তাই এখনো যারা আবেদন করেননি, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের চুরি যাওয়া অর্থ আমরা ফেরত এনে দিতে পারব। এ জন্য ড্রাইভারদের হয়ে আমরা ক্লেম করব। ক্লেম করার সময় লিখতে হবে চেক, ভেনমো নাকি পেপলের মাধ্যমে ড্রাইভাররা পেমেন্ট পেতে চান।

তিনি আরও বলেন, উবার—লিফটের সঙ্গে যে সেটেলমেন্ট হয়েছিল, সেই সেটেলমেন্টের অর্থ ফেরত পাওয়ার জন্য ৩১ মার্চের মধ্যে আমাদের সহায়তা নিয়ে ড্রাইভাররা আবেদন করতে পারেন। আবেদন করতে আমরা তাদের সব রকম সহায়তা করছি। ড্রাইভারদের কেবল দুটি আইডি প্রয়োজন। আইডি দিয়ে তিনি তার স্ট্যাটাসও চেক করতে পারবেন। একজন ড্রাইভার কত ডলার পাবেন, কবে পাবেন সবকিছুই আমরা বের করতে পারব। নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের অফিসে শনিবার ও শুক্রবার বেলা ১১টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ড্রাইভাররা আসতে পারেন। ফোনও করতে পারবেন। সঙ্গে নিয়ে আসতে হবে দুটি ফটো আইডি ও রিসিভ ফাইল। টিপু সুলতান বলেন, আমরা নিউইয়র্ক অ্যাটর্নি জেনারেলের অফিস এবং রাশ কনসাল্টিংয়ের সঙ্গে পাওনা আদায়ের বিষয়ে কাজ করছি।

সূত্র জানায়, উবারে ২০১৪ সালের ১০ নভেম্বর থেকে ২০১৭ সালের ২২ মে পর্যন্ত এবং লিফটে ২০১৫ সালের ১১ অক্টোবর থেকে ২০১৭ সালের ৩১ জুলাই পর্যন্ত যদি কোনো চালক গাড়ি চালিয়ে থাকেন, তাহলে তিনি এই অর্থ পাওয়ার যোগ্য হতে পারেন। যদি যোগ্য হন, তাহলে নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেল এ বিষয়ে উবার ও লিফটের সঙ্গে যে সেটেলমেন্ট করেছেন, সেখানে যোগ্য ড্রাইভাররা ৩২৮ মিলিয়ন ডলার থেকে অর্থ পাবেন। এ জন্য ড্রাইভারদের ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে। উল্লিখিত সময়ে উবার বা লিফট ড্রাইভারদের কাছ থেকে বেআইনিভাবে অর্থ নিয়েছিল, যা কিনা বিসিএফ সারচার্জ নামে নেওয়া হয়। সেলস ট্যাক্স ড্রাইভারদের কাছ থেকে নেওয়া হয়। এ ব্যাপারে নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স, দ্য ইউনিয়ন অব উবার ও লিফট অ্যান্ড ইয়েলে ক্যাব ড্রাইভার্স অভিযোগ করে নিউইয়র্ক স্টেট অ্যাটর্নি জেনারেলের অফিসে। অ্যাটর্নি জেনারেলের অফিস পুরো ঘটনার বিষয় তদন্তপূর্বক সেটেলমেন্ট করে। ২০২৩ সালে উবার ও লিফটের সঙ্গে সেটেল করে অ্যাটর্নি জেনারেল ড্রাইভারদের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত ড্রাইভারদের কাছ থেকে বেআইনিভাবে এই অর্থ নেওয়া হয়েছিল।
সূত্র জানায়, ৯০ হাজারের মধ্যে ৬০ হাজার ড্রাইভার আবেদন করে ইতিমধ্যে তাদের অর্থ ফেরত পেয়েছেন। বাকি ৩০ হাজারের মধ্যে চার মিলিয়ন ডলারের ফাইল হয়েছে প্রায় চার হাজার ড্রাইভারের জন্য। আরও পাঁচ মিলিয়ন ডলারের জন্য কয়েক হাজার ড্রাইভার আবেদন করেছেন। বাকিরা এখনো আবেদন করেননি। যারা ফাইল করেননি, তারা তাদের পাওনা অর্থ ফেরত পাওয়ার জন্য ফাইনাল ডেডলাইন ৩১ মার্চের মধ্যে আবেদন করতে পারবেন।

 

Facebook Comments Box

Posted ৬:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৩ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com