
নিজস্ব প্রতিবেদক | শনিবার, ১৫ মার্চ ২০২৫ | প্রিন্ট | 117 বার পঠিত | পড়ুন মিনিটে
মান্নান বেকারির শাখা উদ্বোধন হলো ব্রংকসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পার্কচেষ্টারে। বাংলাটাউনের ওলমস্টেট এর ওপর ও স্টারলিং এভিনিউ এর নিকটে এ বেকারির অবস্থান। আলোচিত খলিল বিরিয়ানী হাউজের যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই। পরবর্তীতে খলিল সেটি পিৎজার দোকান করলেও তা কনটিনিউ করেন নি। সেই পিৎজার দোকানেই চালু হলো মান্নান বেকারি। কু্ইন্সে মান্নান বেকারি, গোসারী ও সুপারমার্কেট একটি ব্রান্ড। মান্নান বেকারির ৭টি শাখা রয়েছে। এবার ব্রংকসে আরও একটি শাখা উদ্বোধন হলো শুক্রবার ১৪ মার্চ। মান্নান বেকারির উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্যরা হলেন কর্ণধার নকিব উদ্দীন , পরিচালক মাহি, পার্টনার স্বপন তালুকদার, আবু তাহের, খলিলুর রহমান, এম ইসলাম মামুন, মোজাফ্ফর হোসেন, বাবু ও নুরে আলম জিকু। প্রতিবেদককে বলেন, বাংলাদেশিদের চাহিদার বিবেচনায় আমরা ব্রংকসে শাখাটি চালু করছি। এর মূল দায়িত্বে থাকবেন স্বপন তালুকদার। শুক্রবার এটি উদ্বোধন হবে। কমিিউনিটির মানুষের দোয়া ও সহযোগিতা চাচ্ছি। স্বপন তালুকদার বলেন, এই শাখার আমি অন্যতম অংশীদার। আশা করছি এই বেকারি কমিউনিটির সদস্যদের আকাংখা পূরন করতে পারবে।
Posted ৩:৩৪ অপরাহ্ণ | শনিবার, ১৫ মার্চ ২০২৫
nykagoj.com | Monwarul Islam