
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 261 বার পঠিত | পড়ুন মিনিটে
আগামী ২৩ জানুয়ারী সোমবার থেকে ২০২২ সালের ট্যাক্স রিটার্ন ফাইলিং ও প্রসেসিং শুরু হবে । ১৮ এপ্রিল পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই ২০২২ সালের ব্যক্তিগত ট্যাক্স ফাইল করা যাবে। ইন্টারনাল রেভিনিউ সার্ভিস (আইআরএস) বৃহস্পতিবার ১২ জানুয়ারি এ ঘোষণা দিয়েছে।
ট্যাক্স ফাইলিং প্রশ্নে সরওয়ার চৌধুরী সিপিএ সাপ্তাহিক আজকালকে বলেন, আইআরএস ই-ফাইলের জন্য গেট খুলবে ২৩ জানুয়ারি। সবাইকে অনুরোধ করবো ই ফাইল করার জন্য। এতে ট্যাক্স ফাইলিং অটো আপডেট হয়। ভূল হবার সম্ভাবনা কম থাকে। যারা ট্যাক্স ফাইলে চাইল্ড ট্যাক্স ক্রেডিট ও আর্নড ইনকাম ট্যাক্স ক্রেডিট পাবেন তাদের রিটার্ন একটু দেরিতে আসবে। মধ্য ফেব্রুয়ারি পর্যন্ত সময় লেগে যাবে। এতে অস্থির হবেন না। চাইল্ড ট্যাক্স ক্রেডিট গত বছর ৩ হাজার ডলার করে পাওয়া গেলেও এবার পাওয়া যাবে ২ হাজার ডলার।
জ্বনাব সরওয়ার আরও বলেন, যারা ব্যবসা বা কন্ট্রাক্টটরি করেন এবং কর্মচারি থাকলে তাদের ডব্লিউ-২ ও ১০৯৯ ফরম ৩১ জানুয়ারির মধ্যে ইস্যু করতে হবে। নইলে পেনাল্টি দিতে হবে। সিপিএ সরওয়ার সবাইকে পর্যাপ্ত ডকুমেন্টস নিয়ে ট্যাক্স রিটার্ন প্রস্তুতকারির কাছে যাবার পরামর্শ দিয়েছেন।
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস’র প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড
প্রাকটিশনার, এনরোলমেন্ট এজেন্ট মোহাম্মদ হাসেম আজকালকে বলেন, কোনো জরিমানা ছাড়াই ২০২২ সালের ব্যক্তিগত ট্যাক্স ফাইল আগামী ১৮ এপ্রিল পর্যন্ত করা যাবে। তবে আবেদনের মাধ্যমে ৬ মাসের এমনিতেই বর্ধিত সময় পাওয়া যাবে। এক্ষেত্রে জরিমানা এড়াতে ডিউ ট্যাক্স ১৮ এপ্রিলের মধ্যেই পরিশোধ করতে হবে। বর্ধিত সময় আবেদন ইলেকট্রনিক্যালি বা পেপার মাধ্যমে করা যায়। তবে নির্ধারিত চক্রবৃদ্ধি হারে জরিমানা প্রদান সাপেক্ষে সারা বছরই ট্যাক্স ফাইল করার সুযোগ থাকে।
ট্যাক্স প্রনয়ণের ব্যাপারে আরও বিস্তারিত জানতে মাহাম্মদ হাসেম কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেস এর সাথে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।(সুত্র-আজকাল)
Posted ১০:০৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৩ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Monwarul Islam