রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ব্র্রংকসে মান্নান বেকারির যাত্রা শুরু শুক্রবার

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৮ মার্চ ২০২৫   |   প্রিন্ট   |   144 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ব্র্রংকসে মান্নান বেকারির যাত্রা শুরু শুক্রবার

মান্নান বেকারির শাখা উদ্বোধন হচ্ছে ব্রংকসের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পার্কচেষ্টারে। বাংলাটাউনের ওলমস্টেট এর ওপর ও স্টারলিং এভিনিউ এর নিকটে এ বেকারির অবস্থান। আলোচিত খলিল বিরিয়ানী হাউজের যাত্রা শুরু হয়েছিল এখান থেকেই। পরবর্তীতে খলিল সেটি পিৎজার দোকান করলেও তা কনটিনিউ করেন নি। সেই পিৎজার দোকানেই চালু হচ্ছে মান্নান বেকারি। কু্ইন্সে মান্নান বেকারি, গোসারী ও সুপারমারকেট একটি ব্রান্ড। মান্নান বেকারির ৭টি শাখা রয়েছে। এবার ব্রংকসে আরও একটি শাখা উদ্বোধন হবে আগামী শুক্রবার ১৪ মার্চ। মান্নান বেকারির কর্ণধার নকিব উদ্দীন প্রতিবেদককে বলেন, বাংলাদেশিদের চাহিদার বিবেচনায় আমরা ব্রংকসে শাখাটি চালু করছি। এর মূল দায়িত্বে থাকবেন স্বপন তালুকদার। শুক্রবার এটি উদ্বোধন হবে। কমিিউনিটির মানুষের দোয়া ও সহযোগিতা চাচ্ছি। স্বপন তালুকদার বলেন, এই শাখার আমি অন্যতম অংশীদার। আশা করছি এই বেকারি কমিউনিটর সদস্যদের আকাংখা পূরন করতে পারবে।

মান্নান বেকারির এই শাখার ডেকোরেশন সহ নানাবিধ প্রস্তুতি এগিয়ে চলেছে। শুক্রবার ৭ মার্চ ব্রংকস কমিউনিটির নেতৃবৃন্দ এটি পরিদর্শনে যান। তারাও নতুন এই বেকারির সাফল্যতা কামনা করেন।

Facebook Comments Box

Posted ১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ০৮ মার্চ ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com