বৃহস্পতিবার ১৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

অর্থনীতি ডেস্ক   |   বুধবার, ১১ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   66 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার

দুটি দেশ থেকে ৬০ হাজার মেট্রিক টন সার কিনবে সরকার। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সভায় সভাপতিত্বে করেন। সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি জানান, ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আসবে আরব আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশনের কাছ থেকে। যা বাস্তবায়ন করবে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। এতে ব্যয় হবে ১৫০ কোটি ৮ লাখ ৪ হাজার টাকা। এক্ষেত্রে প্রতি মেট্রিক টন সারের মূল্য পড়বে ৪৭০ ডলার যা আগে ছিল ৪৮০ ডলার।

এছাড়া রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় রাশিয়ার জেএসসি ফরেন ইকনোমিক করপোরেশন হতে ৩০ হাজার মেট্রিক টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার কিনবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)। এতে সরকারের খরচ হবে ১৮৩ কোটি ৫১ লাখ ৬০ হাজার ৬০০ টাকা। সেই হিসেবে প্রতি মেট্রিক টন এমওপি সারের মূল্য দাঁড়াচ্ছে ৪৭০ মার্কিন ডলার। এর আগে ৫৫১ দশমিক ৭৬ ডলার কেনা হয়েছিল। অর্থাৎ প্রতি মেট্রিক টনে ৮১ ডলার কম খরচ হবে সরকারের।

Facebook Comments Box

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com