রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

কাউন্সিলম্যান পদপ্রার্থী শহীদুল হকের ফান্ডরেইজিং ডিনার

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১২ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   147 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কাউন্সিলম্যান পদপ্রার্থী শহীদুল হকের ফান্ডরেইজিং ডিনার

আসন্ন নিউইয়র্ক সিটি নির্বাচনে রিপাবলিকান কাউন্সিলম্যান প্রার্থী শাহ্ শহীদুল হকের ফান্ড রেইজিং ডিনার গত ৭ জানুয়ারী জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে অনুষ্ঠিত হয়েছে। সিটি নির্বাচনে জ্যাকসন হাইটস, উডসাইড এবং ইস্ট এলমহাস্ট এলাকার ডিসট্রিক্ট ২৫ এর সিটি কাউন্সিলম্যান প্রার্থী হিসাবে কমিউনিটির প্রিয়মুখ হিসেবে প্রতিনিধিত্ব করবেন।

অনুষ্ঠানে গেস্ট অব অনার উপস্থিত হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট গভর্ণর টেরি পালাদিনি। বিষেশ অতিথি ছিলেন বাংলাদেশি রিপাবলিকান অ্যালায়েন্সের প্রেসিডেন্ট নাসির খান পল, স্মার্ট টেক আইটির সিউও সারওয়ার আহমেদ, ইমাম কাজী কাউয়ুম, আলাউদ্দিন ভুলু, আকতার হোসনে, জাহাঙ্গীর আলম জয়, সাংবাদিক হাকিকুল খোকন, হাজি আব্দুর রহমানন, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, রেজোয়ানা রাজ্জাক সেতু, সাবরিনা শেখ ফারহান প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ওয়ার্ল্ড হিউম্যানরাইটস ডেভেলপমেন্ট—এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ও তরিকুল ইসলাম বাদল।

ওয়ার্ল্ড হিউম্যানরাইটস ডেভেলপমেন্ট, ইউ.এস.এ এর সভাপতি শাহ্ শহীদুল হক গত ৩০ বৎসর যাবৎ আর্তমানবতার সেবায় নিয়োজিত থেকে মানব সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি একজন প্রাক্তন ছাত্র নেতা এবং বর্তমানে কমিউনিটি সেবায় নিয়োজিত। তিনি ২০২১ সালের সিটি কাউন্সিল নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৫ থেকে উল্লেখযোগ্য সমর্থন অর্জন করেছিলেন।

এ তহবিল সংগ্রহ অনুষ্ঠানে আসন্ন ২৪ জুন, ২০২৫ সালের সিটি কাউন্সিলম্যান নির্বাচনে শাহ্ শহীদুল হকের প্রচারণায় সমর্থন জানাতে ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, লেখক, কমিউনিটি নেতৃবৃন্দ ও রাজনীতিবিদরা একত্রিত হয়েছিলেন।

Facebook Comments Box

Posted ৪:০৪ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com