রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

টোলের ট্র্যাপে কুইন্স ও ব্রংকসবাসীরা

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   68 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টোলের ট্র্যাপে কুইন্স ও ব্রংকসবাসীরা

টোলের খরগ কুইন্স ও ব্রংক্সবাসীরদের ওপর। কনজেশন ফি/টোল ছাড়া তারা কুইন্স ও ব্রংকসের মধ্যে যাতায়ত করতে পারবেন না। ব্রংকস থেকে ম্যানহাটন হয়ে কুইন্স ব্যরো/৫৯ স্ট্রিট ব্রিজ ব্যবহার করলে ৯ ডলার টোল দিতে হবে। ব্রংকস থেকে কুইন্সে আসার সময় এই ব্রিজে উঠতে হলে অবশ্যই ৫৮,৫৯ বা ৬০ স্ট্রিট ক্রস করতে হবে। আর গুণতে হবে ৯ ডলার টোল। একইভাবে আপার ম্যানহাটন থেকে কুইন্স ব্যরো ব্রিজ কুইন্সবাসী ব্যবহার করলেও গুণতে হবে ৯ ডলার। কুইন্সবাসীরা ব্রংকসে বিনা টেলে যেতে পারলেও ফিরতে পথে এই ব্রিজে উঠতে চাইলে টোল দিতেই হবে। যুগযুগ ধরে টোল এভয়েড করার জন্য ব্রংকস ও কুইন্স বাসিন্দারা এই ব্রিজ ব্যবহার করতেন। সে সুযোগ বন্ধ হয়ে গেছে । বরং ট্রাইব্যরো, হোয়াইট েস্টেন কিংবা থ্রগসনেক ব্রিজ ব্যবহার করলে টোল দিতে হবে প্রতিবার ৬.৯৪ ডলার।

শুধুমাত্র কুইন্স থেকে কুইন্স ব্যরো ব্রিজের আপার লেভেল ব্যবহার, ৬২ স্ট্রি দিয়ে বের হওয়া, আপটাউন, ব্রংকস কিংবা এফডিআর ড্রাইভে প্রবেশ করলে কোন টোল নেই। ব্রংকসবাসীরা এফডিআর ড্রাইভ ধরে ব্রুকলিন ব্রিজ নিয়ে ২৭৮ ইস্ট হাইওয়ে হয়ে কুইন্স গেলেই টোল থেকে রেহাই পাবেন। মিডটাউন বা ডাউনটাউনের কনজেশন এলাকায় না প্রবেশ করেও কুইন্স ও ব্রংক্সবাসীদের এই টোল দিতে হচ্ছে। এই ২ ব্যরোর বাসিন্দাদের মধ্যে টোল আরোপ নিয়ে ক্ষোভ বিরাজ করছে।

Facebook Comments Box

Posted ৫:১৩ অপরাহ্ণ | শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com