রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গমের দুটি জাত উদ্ভাবন করেছে এসিআই

অর্থনীতি ডেস্ক   |   শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   121 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গমের দুটি জাত উদ্ভাবন করেছে এসিআই

সম্প্রতি কৃষি মন্ত্রণালয়ে জাতীয় বীজ বোর্ডের ১০৮তম সভায় বোর্ডের সভাপতি ও কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে এসিআই লিমিটেড উদ্ভাবিত দুটি নতুন গমের জাত এসিআই গম১ ও এসিআই গম২ নামে অনুমোদনের মাধ্যমে অবমুক্ত করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বর্তমানে বাংলাদেশে গমের হেক্টরপ্রতি গড় ফলন ৩ দশমিক শূন্য ৯ টন হওয়া সত্ত্বেও মোট চাহিদা পূরণে প্রতি বছর গড়ে ৬০ লাখ টনের বেশি গম আমদানি করতে হয়। এর একটি বড় অংশ বেকারি শিল্পে ব্যবহৃত হয়। এসিআই গম১ ও এসিআই গম২ জাত দুটি বেকারি শিল্পের জন্য খুবই উপযোগী হওয়ায় কৃষকরা এ দুটি জাত চাষ করে অর্থনৈতিকভাবে লাভবান হবেন এবং গম আমদানির ক্ষেত্রে বৈদেশিক নির্ভরশীলতা কমবে।

এসিআই গম১-এ উচ্চফলনশীল গমের সব বৈশিষ্ট্য বিদ্যমান। প্রস্তাবিত জাতটি বীজ প্রত্যয়ন এজেন্সির ফলন পরীক্ষায় ১০টি অঞ্চলে বারি গম৩৩-এর চেয়ে ১০ শতাংশের বেশি ফলন পাওয়া গেছে। এ জাতের হেক্টরে গড় ফলন ৪ দশমিক ১৯ টন। তবে উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে হেক্টরে ৬ দশমিক ৩৬ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম। এসিআই গম২ উচ্চফলনশীল। এ জাতের শীষ লম্বা। এ জাতের হেক্টরে গড় ফলন ৪ দশমিক ৩০ টন। তবে উপযুক্ত পরিবেশে সঠিক ব্যবস্থাপনা করলে এ জাত হেক্টরে ৫ দশমিক ৪৮ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম।

Facebook Comments Box

Posted ১১:৪৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৬ জানুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com