সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে এবিসিসিআই’র কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ৩০ নভেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গণঅভ্যুত্থানে শহিদ পরিবারকে এবিসিসিআই’র কোটি টাকা অনুদান

আগস্ট গণঅভ্যুত্থানে শহিদ ও আহত পরিবারকে সহায়তা জন্য এক কোটি টাকা অনুদান দিচ্ছে আমেরিকান বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন ‘আমেরিকা— বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)’।

জুলাই বিপ্লব ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের পরিবারকে সহায়তার আগামী ডিসেম্বর মাসে অনুদানের এই অর্থ জমা দেয়া হবে। এবিসিসিআই’র চেয়ারম্যান, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের প্রেসিডেন্ট ও সিইও গিয়াস আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশে যাচ্ছেন।

২৩ ডিসেম্বর তারা বাংলাদেশে আমেরিকা—বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)’র ব্যানারে বিজনেস নেটওয়াকিং ডিনার অনুষ্ঠিত হবে। একটি ব্যবসায়িক সম্মেলন ও ডিনার অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে বাংলাদেশের অ্যামেরিকান বিজনেস অ্যাসেসিয়েশন, এফিবিসিআিই, বিজিএমইএ, বিকেএমইএসহ বিভিন্ন ব্যবসায়িক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দকে অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন। ২৩ ডিসেম্বর আমেরিকা— বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)’র একটি লিঁয়াজো কমিটি গঠন করা হবে।

এবিসিসিআই প্রেসিডেন্ট গিয়াস আহমেদ বলেছেন, বাংলাদেশের জুলাই—আগস্টের বিপ্লবে অনেক মানুষ শহীদ ও আহত হয়েছেন। আমরা শহীদদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের যথাযথ ও উন্নতমানের চিকিৎসা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আমরা আমাদেও চেম্বারের পক্ষ থেকে এককালীন এক কোটি টাকা দিচ্ছি।

আশা করছি এই অর্থ জুলাই বিপ্লব ফাউন্ডেশনের মাধ্যমে শহীদদের পরিবারকে সহায়তার জন্য প্রদান করা হবে। গিয়াস আহমেদ আরো বলেন, আমরা আমেরিকা—বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এবিসিসিআই)’র ব্যানারে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানাবো। তিনি আমাদের অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকতে পারেন। তবে তাঁর সিডিউল চূড়ান্ত হওয়ার পর তার উপস্থিতি নিশ্চিত করতে পারবো।

Facebook Comments Box

Posted ১০:২৫ অপরাহ্ণ | শনিবার, ৩০ নভেম্বর ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com