
অর্থনীতি ডেস্ক | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩ | প্রিন্ট | 113 বার পঠিত | পড়ুন মিনিটে
বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে ই-ভিসা, অন-অ্যারাইভাল ভিসা চালুসহ ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানিয়েছেন পর্যটন খাতের উদ্যোক্তারা। গত মঙ্গলবার এফবিসিসিআইর ট্যুরিজম ডেভেলপমেন্ট (ইনবাউন্ড, আউটবাউন্ড, ডোমেস্টিক অ্যান্ড সিভিল এভিয়েশন) বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চতুর্থ সভায় ব্যবসায়ীরা এমন দাবি জানান। এফবিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, ‘বাংলাদেশের পর্যটনশিল্প অনেক গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় একটি খাত। মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে; দেশের অর্থনীতি বড় হচ্ছে। এতে পর্যটনশিল্প আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’ তিনি বলেন, পদ্মা সেতুর উদ্বোধন বাংলাদেশের পর্যটনশিল্পে নতুন সম্ভাবনা এনে দিয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের পর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পর্যটকের সংখ্যা ব্যাপক বেড়েছে।
মো. জসিম উদ্দিন আরও জানান, এফবিসিসিআইর ৫০ বছর পূর্তি উপলক্ষে চলতি বছরের মার্চ মাসে তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের প্রদর্শনীতে অনেক খাত প্রাধান্য পাবে। পর্যটন তার মধ্যে একটি। সামিটে পর্যটনশিল্পের সম্ভাবনা তুলে ধরতে একটি বিশেষ স্টল থাকবে।
সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সহসভাপতি মো. আমিন হেলালী, কমিটির ডিরেক্টর ইনচার্জ এমজিআর নাসির মজুমদার, এফবিসিসিআই পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব সানজিদা শারমিন, স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদ, কো-চেয়ারম্যান শিবলুল আজম কোরায়েশী প্রমুখ।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জানুয়ারি ২০২৩
nykagoj.com | Stuff Reporter