
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 266 বার পঠিত | পড়ুন মিনিটে
এস্টোরিয়ার নতুন লোকেশনে গ্লোবাল মানি ট্রান্সফার কোম্পানী সানম্যান এক্সপ্রেসের শাখা উদ্বোধন হচ্ছে। লং আইল্যান্ড সিটির (এস্টোরিয়া) ৩৬ এভিনিউ’র উপরে ২৯ স্ট্রিট সংলগ্ন ২৯—১৩ ৩৬ এভিনিউ ঠিকানায় আগামী শুক্রবার ৮ নভেম্বর বাদ জুম্মা (২টায়) সানম্যান এক্সপ্রেসের এই শাখা উদ্বোধন হবে। প্রতিষ্টানটির প্রেসিডেন্ট ও সিইও মাসুদ রানা তপন উদ্বোধনী অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য জ্যাকসন হাইটস, জামাইকা ব্রুকলিন ও ওজন পার্কে সানম্যান এক্সপ্রেসের শাখা রয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশি কমিউনিটিতে দীঘদিন ধরে দেশে অর্থ প্রেরনে বিশ্বস্ততার সাথে সেবা দিয়ে আসছে। দেশে অর্থ পাঠাতে স্বশরীরে ব্রাঞ্চেও যাবার প্রয়োজন নেই। অনলাইনেও সানম্যানের সাথে লেনদেন করা যায়।
Posted ১:৩৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam