নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 47 বার পঠিত | পড়ুন মিনিটে
প্রবাসী সাংবাদিক সুলতানা রহমান পুতুল নিউইয়র্কে আওয়ামী লীগ কর্মিদের হেনস্থার স্বীকার হলেন। গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কের কুইন্সের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় ‘একাত্তরের প্রহরী’ নামক একটি সংগঠনের সভায় তার বক্তব্য দানকালে এ ঘটনা ঘটে। ‘একাত্তরের প্রহরী’ রোববার সন্ধ্যায় আসাদুজ্জামান নূর, শাহরিয়ার কবির সহ সাংবাদিকদের গ্রেফতারের প্রতিবাদে সভা করছিল। এ সভায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা কর্মিরা যোগদান করে ইউনূস সরকারের তীব্র সমালোচন করছিলেন।
সুলতানা রহমান সভায় বক্তব্যে বলেন, আওয়ামী লীগের দূনীর্তিবাজ নেতা—কর্মিদের কারনে মুক্তিযুদ্ধের চেতনা আজ ধ্বংস হয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে অসন্মান করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করতে চাইলে আওয়ামীলীগকে সংশোধিত হবে। তাদের নিজেদের মধ্যে আত্মশুদ্ধি আনতে হবে। তবেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনা রক্ষা করা যাবে। এ কথা বলার পর আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকর্মি অকথ্য গালিগালাজ করতে করতে সুলতানার দিকে তেড়ে আসেন। তাকে হেনস্থা করতে উদ্যত হন। কেউ কেউ তার দিকে মারমুখি হয়ে ছুটে যান। কয়েকজন সিনিয়র নেতার হস্তে্ক্ষপে সুলতানা লাঞ্চনার হাত থেকে রক্ষা পান।
এ ব্যাপারে দৃষ্টি আর্কষন করলে সুলতানা রহমান বলেন, আওয়ামী লীগকে সমালোচনা সহ্য করা শিখতে হবে। সম্প্রীতি ও সহনশীলতার সংস্কৃতি জানতে হবে। শিখতে হবে গত ১৫ বছরের ভুল থেকে। তা না পারলে ভবিষৎ অন্ধকার।
সুলতানা রহমান পুতুল গত ২৮ বছর ধরে সাংবাদিকতায় জড়িত। এনটিভি, টাইম টিভি, টিবিএন—২৪ ও আজকের কাগজে কাজ করেছেন। তিনি নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের একজন সিনিয়র সদস্য।
সুলতানা রহমানেকে হেনস্থার খবরে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম ও সাধারন সম্পাদক মোমিন মজুমদার এক বিবৃতিিতে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তি দিতে আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন্।
Posted ৪:১২ পূর্বাহ্ণ | সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Monwarul Islam