খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট | 55 বার পঠিত | পড়ুন মিনিটে
বাংলাদেশের পাঁচ আম্পায়ারকে সুখবর দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি। তাদের আইসিসির টুর্নামেন্টের বাছাইপর্বে ম্যাচ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে।
মাললেশিয়ায় ২৮ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর এশিয়ার অঞ্চলের টি-২০ বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচ হয়েছে। ওই বাছাইপর্বে ম্যাচ পরিচালনা করেছেন মোরশেদ আলম খান সুমন। যিনি ম্যাক সুমন নামে পরিচিত।
কানাডায় আগামী ১৪ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ ২-এর ম্যাচ রয়েছে। মাসুদুর রহমান মুকুল ওই টুর্নামেন্টে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন।
দক্ষিণ কোরিয়ায় ২৬ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত মেন্স টি-২০ বিশ্বকাপের পশ্চিম এশিয়ার উপ আঞ্চলিক বি গ্রুপের বাছাইপর্ব হবে। আম্পায়ার তানভির আহমেদ সেখানে দায়িত্ব পালন করবেন।
কানাডায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ত্রিদেশীয় টি-২০ আছে। বাংলাদেশি আম্পায়ার রাহুলকে আম্পায়ারিংয়ের জন্য ডাকা হয়েছে। এছাড়া নারীদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ বাছাইপর্বের কোয়ালিফায়ার-৪ এ দায়িত্ব পালন করবেন সাবেক নারী ক্রিকেটার সাথিরা জাকির জেসি। টুর্নামেন্টটি হবে আমিরাতে হবে ৪ থেকে ১৪ নভেম্বর।
Posted ৩:৫৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
nykagoj.com | Stuff Reporter