
নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ জুন ২০২৪ | প্রিন্ট | 327 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্ক স্টেট গর্ভনর ক্যাথি হোকুলের সাথে আলোচনাকালে বিশিষ্ঠ ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক গিয়াস আহমেদ সেবাধর্মী ব্যবসা হোম কেয়ারকে রক্ষায় এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি গর্ভনরকে বলেন, হোম কেয়ারের সিডি প্যাপ এফ আই বন্ধের উদ্যোগ আত্মঘাতি। এতে এথনিক কমিউনিটির হাজার হাজার মানুষ বেকার হবেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হবেন। তিনি সিডি প্যাপ বন্ধ করে মাত্র একটি পছন্দনীয় অরগানাইজেশনকে হোম কেয়ার লাইসেন্স দেয়ার উদ্যোগ বন্ধের জন্য গর্ভনরকে অনুরোধ করেন। গর্ভনর বিষয়টি গুরুত্বে্র সাথে দেখবেন বলে জানিয়েছেন। গত বৃহস্পতিবার ২০ জুন ম্যানহাটনের সিভিক সেন্টারে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে গিয়াস আহমেদ এ দাবি উত্থাপন করেন।
গিয়াস আহমেদ গর্ভনরকে বলেন, স্টেট ঘোষিত উদ্যোগ কার্যকর হলে ৬০০ এর মত হোম কেয়ার সিডি প্যাপ বন্ধ হয়ে যাবে। কমিউনিটির দরিদ্র ও বয়স্ক মানুষগুলো অসহায় হয়ে পড়বেন। গর্ভনর বিষয়টি নিয়ে আরো আলোচনা করবেন বলে জানিয়েছেন। তিনি আলবেনীতে গিয়াস আহমেদকে আমন্ত্রনও জানান।
গর্ভনর ক্যাথি হোকুল পুনরায় নির্বাচন করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শুরু করেছেন। তারই অংশ হিসেবে গত বৃহস্পতিবারের অনুষ্ঠান ছিল। ক্যাথি হোকল বলেন, অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিউইয়র্ক এগিয়ে যাচ্ছে। লক্ষাধিক জব ক্রিয়েট হয়েছে। আইন শৃংখলার পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন।
Posted ১১:৫৪ অপরাহ্ণ | শুক্রবার, ২১ জুন ২০২৪
nykagoj.com | Monwarul Islam