সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ঐক্যের কলতানে ফোবানার অগ্রযাত্রাঃ ভারজেনিয়া ও ম্যারিল্যান্ডে নেতৃত্বের লাইন আপ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   310 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ঐক্যের কলতানে ফোবানার অগ্রযাত্রাঃ ভারজেনিয়া ও ম্যারিল্যান্ডে নেতৃত্বের লাইন আপ

 

ঐক্যের কলতানে ফিরে এলো ফেডারেশন অব বাংলদেশি এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা)। গত শনিবার ১৮ মে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বিভক্ত ফোবানার প্রধান দুটি অংশের নেতৃবৃন্দ বৈঠক করে ঐক্যবদ্ধ ফোবানা গড়ে তোলার ব্যাপারে একমত হন। একাংশের নেতৃত্ব দেন ফোবানা চেয়ারম্যান শাহ নেওয়াজ ও এক্সিকিউটিভ সেক্রেটারি কাজী আযম। অপর অংশ ফেবানার নেতৃত্ব দেন চেয়ারম্যান এটর্নি মোহাম্মদ আলমগীর ও এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর।

বৈঠকে ২০২৫ সালে ঐক্যবদ্ধভাবে এক ভেন্যুতে ৩৯তম ফোবানা সম্মেলনের আয়োজন করার ব্যাপারে নেতৃবৃন্দ নীতিগতভাবে একমত হয়েছেন। তবে আগামীতে উভয় পক্ষের যৌথসভায় তা অনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নেয়া হবে। তারা ৩৮তম ফোবানা আলাদা আলাদভাবে আয়োজন করবেন বলে জানা গেছে। আগামী ৩০ থেকে ১ সেপ্টেম্বর ২০২৪ সালে শাহ নেওয়াজ ও কাজী আযমের নেতৃত্বধীন অংশ ফোবানা সম্মেলন করবেন ম্যারিল্যান্ডের হিল্টন হোটেলে। আর এটর্নি আলমগীর ও আবীর আলমগীরদের অংশ ফোবানার আয়োজন করেছে ভারজেনিয়ার ক্রিস্টাল সিটি ম্যারিয়ট হোটেলে।

এদিকে গত রোববার ১৯ মে ব্রæকলিনে বাংলাদেশিদের বৃহত্তম পথ মেলায় ফোবানা নেতৃবৃন্দ ঐক্য হয়ে গেছে বলে ঘোষণা দেন। এ সময় উভয় পক্ষের নেতৃবৃন্দের মধ্যে শাহ নেওয়াজ, কাজী আযম, নাহিদ খান সোহেল ও ডিউক খান উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ফোবানা চেয়ারম্যান শাহ নেওয়াজের দৃষ্টি আর্কষন করলে প্রতিবেদককে বলেন, ঐক্য আমাদের হয়ে গেছে। এখন কাজ শুরু করতে হবে। অনেক চড়াইউৎড়াই পেরিয়ে আমাদের সমঝোতা হয়েছে। সময়ের অভাবে এবার আমরা একসাথে ফোবানা সম্মেলন করতে পারছি না। দুটি অংশের দুটি হোটেলের পেমেন্ট হয়ে গেছে। তাই একসাথে এবার হচ্ছে না। ২০২৫ সালের লেবার ডে উইকেন্ডে এক ছাদের নীচে ঐক্যবদ্ধ ফোবানা সম্মেলন হবে ইনশাল্লাহ।

ফোবানা এটর্নি আলমগীর ও আবীর আলমগীরদের অংশে ঐক্য প্রক্রিয়ায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন নাহিদ খান সোহেল। তিনি প্রতিবেদককে বলেন, এবারে আমরা একসাথে সম্মেলন করতে পারছি না । তবে দুটি সম্মেলনই পাশাপাশি শহরে হচ্ছে। আমাদের সভায় প্রস্তাব এসেছে, উভয় সম্মেলনেই স্টেজে নেতৃত্বের লাইন আপ থাকবে। উভয় সম্মেলনের প্রতিনিধিরা একসাথে ২ ফোবানাতেই স্টেজে লাইন আপে থাকবেন। নাহিদ খান সোহেলের নেতৃত্বে ঐক্য প্রক্রিয়ায় কাজ করছেন মাহবুব রহিম রেজা,ডিউক খান ও ড. এহসান চৌধুরী হিরো। ঐক্যকে বাস্তবে রুপ দিতে অপর অংশে কাজ করছেন শাহ নেওয়াজ, মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম শিকদার,কাজী আজম ও ফিরোজ আহমেদ।

এদিকে গত বুধবার রাতে ফোবানার ২ এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর ও কাজী আযম স্বাক্ষরিত একটি বিবৃতি মিডিয়াতে পাঠিয়েছেন আবীর আলমগীর। এতে বলা হয়েছে,
ফোবানার “ট্রেডর্মাক” লোগো অবৈধ ব্যবহার বন্ধ ও ট্রেডর্মাকটি নিবন্ধতি করার জন্য ২০১৯ সালে ফেডারশেন অব বাংলাদশেী এসোসয়িশেনস ইন র্নথ আমোরকিা “ফোবানা” বাদী হয়ে একটি মামলা দায়ের করেন মোহাম্মদ হোসেন খান ও ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন র্নথ আমেরিকা ইনক । মামলাটির আপডেট জানাতেই এই যৌথ সংবাদ বিজ্ঞপ্তি।

১৯৮৭ সালে নিউইর্য়ক, নিউর্জাসী এবং গ্রেটার ওয়াশংিটন ডিসি’র কয়েকটি সংগঠনের অংশগ্রহনের মাধ্যমে বাংলাদেশ সম্মেলনের আয়োজনের মধ্যদিয়েই মুলত ফোবানা’র পথচলা শুরু। পরবর্তীতে পুরো নর্থ আমেরিকার সংগঠনগুলো যুক্ত হয়। পরে ‘বাংলাদেশ সম্মেলন’ নাম পরিবতর্ন করে ফোবানা নাম ধারণ করে সম্মেলনের আয়োজন করা শুরু হয়।কয়েক বছর পর কিছু সদস্য সংগঠনের কর্মকর্তাদের মধ্যে মতপার্থক্য শুরু হলে আলাদা আলাদাভাবে ফোবানা সম্মেলন হতে থাকে। প্রতিবছর একাধিক ফোবানার আয়োজন হলেও সব সংগঠনকে একত্রিত করে একটি ফোবানা সম্মেলনের উদ্যোগ অব্যাহত থাকে। কিন্তু দির্ঘদিন সমঝোতায় পৌছানো সম্ভব হয়নি।
প্রতি বছরই দেখা যায় বিভিন্ন গ্রæপ “ফোবানা” নাম ও লোগো ব্যবহার করে সম্মেলন করছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরী হয়। এই বিভ্রান্তি নিয়ে ২০১৯ সাল থেকে মামলাও চলছে। গত বছরের মাঝামাঝি সময় থেকে ফোবানা নেতৃবৃন্দের মধ্যে মামলাটি নিষ্পত্তি করার বিষয়ে আলোচনা শুরু হয়। আলোচনায় বারবার উত্তর আমেরিকার বাংলাদেশী সমাজের স্বার্থ সংশ্লিষ্ঠ বিষয় ও ফোবানার মূল লক্ষ্য, বাংলাদেশের কৃষ্টি ও সংষ্কৃতির শেকড় এদেশের মাটিতে প্রথিত করা ও পরবর্তী প্রজন্মের নিকট পৌঁছে দেওয়ার বিষয়াদী উঠে আসে। আলোচনায় উভয় পক্ষই অনুধাবন করতে পারে নিজেদের সময় শক্তি ও অর্থ, মামলা পরিচালনায় ব্যয় না করে কমিউনিটির বৃহত্তর স্বার্থে বিনিয়োগ করা উচিত। এমতাবস্থায় সমঝোতার ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করার সিদ্ধান্ত হয়েছে। তা হচ্ছে (১) বর্তমানে মোহাম্মদ আলমগীর এবং আবীর আলমগীরের নেতৃতাধীন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা, ফোবানার নিবন্ধনকৃত “ট্রেডমার্ক সম্বলিত” লোগোটিই ব্যবহার করবে। এবং ট্রেডমার্ক এর মালিক থাকবে। (২) মোহাম্মদ হোসেন খান ও ফেডারেশন অফ বাংলাদেশ এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ইনক আদালতে দাখিলকৃত তাদের দরখাস্ত আগামী পনের (১৫) দিনের মধ্যে তুলে নিবেন। (৩) বর্তমানে শাহ নাওয়াজ ও কাজী আযমের নেতৃতাধীন ফেডারেশন অব বাংলাদেশী এসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা ইনক “ফোবানা” নাম ব্যাবহার করতে পারবেন এবং তাদের নিজস্ব পৃথক লোগো ব্যাবহার করবেন। (৪) অন্য যে কোন সংগঠন, গোষ্ঠী অথবা সংগঠন বিরোধী কর্মকান্ডের জন্য বহিষ্কৃত ব্যক্তিবর্গ “ফোবানা” নাম বা লোগো ব্যাবহার করতে পারবে না। দরকার হলে উভয় পক্ষই যৌথভাবে যেকোনো অবৈধ কর্মকান্ডের মোকাবিলায় কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, ফোবানা সম্মেলন যেভাবে ঐক্যবদ্ধভাবে শুরু হয়েছিল সেভাবে আবারো সহসাই ঐক্যবদ্ধ একটি প্লাটফর্মে ফিরে আসবে এবং বহিঃবিশ্বে সর্ববৃহৎ প্রবাসী বাংলাদেশী সংগঠন হিসেবে উত্তর আমেরিকার বাংলাদেশী সমাজের কল্যানে একযোগে কাজ করে যাবে।

 

Facebook Comments Box

Posted ১২:৩৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com