সোমবার ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সোসাইটি অব ব্রংকসের উচ্ছ্বসিত প্রসংশায় মেয়র এরিক এডামস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪   |   প্রিন্ট   |   172 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বাংলাদেশ সোসাইটি অব ব্রংকসের উচ্ছ্বসিত প্রসংশায় মেয়র এরিক এডামস

বাংলাদেশ সোসাইটি অব ব্রংকসের উচ্ছ্বসিত প্রসংশায় নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস। তিনি বলেন, কমিউনিটির কল্যানে এই সংগঠনের ২৫ বছরপূর্তি একটি মাইলফলক। বাংলাদেশি কমিউনিটির সাথে আমার সম্পর্ক আত্মীয়ের মতো।মেয়র নির্বাচিত হবার আগ থেকেই এই কমিউনিটির সাথে আমার সম্পর্ক গড়ে উঠেছে। মেয়রের বাসভবনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন ও বাউলিং গ্রীনে বাংলাদেশের স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন আমার মেয়াদকালেই শুরু হয়েছে। আগামীতেও বাংলাদেশিদের কল্যানে আমি এগিয়ে থাকবো। ২৮ জানুয়ারি বোববার ব্রংকসের গোল্ডেন প্যালেসে বাংলাদেশ সোসাইটি অব ব্রংকসের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সামাদ মিয়া জাকারিয়া। পরিচালনায় ছিলেন আশরাফুল হাসান বুলবুল, ইমরান আলী টিপু ও শামীম মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এট লার্জ এটর্নি মঈন চৌধুরী। তিনি বলেন, একজন বাঙ্গালী ও বাংলাদেশি হিসেবে আমি গর্বিত। এই কমিউনিটির কারনেই আমি এটর্নি মঈন চৌধুরী। আপনারা দোয়া করবেন জীবনের শেষ দিন পর্যন্ত যেন কমিউনিটির সেবা করতে পারি। আর পুর্নজন্ম হলেও যেন বাংলাদেশি হিসেবে ফিরে আসি।

বাংলাদেশ সোসাইটি অব ব্রংকসের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মার্কস হোম কেয়ার ব্রংকস ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার আলমাস আলী, বাংলাদেশ কনস্যুলেটের ভাইস কনসাল নাজমুল হাসান,আব্দুস শহীদ,নুরুল আহিয়া, হাসান আলী, শাহেদ আহমদ,সার্জেন্ট বেলাল,আলা উদ্দীন, ইব্রাহিম বারো ভূঁইয়া, আতাউর রহমান সেলিম,ইঞ্জিনিয়ার আব্দুল খালেক,মাসুদ রহমান,সারাহ হোম কেয়ারের সাজাদি পারভীন, মীর বাশার,এ ইসলাম মামুন,আব্দুর রব ডোলা মিয়া ও মজনুন রহমান। অনুষ্ঠানে খলিল বিরিয়ানীর প্রেসিডেন্ট খলিলুর রহমানকে মেয়রের পক্ষ থেকে সাইটেশন দেয়া হয়। অনুষ্ঠানে বাফা’র শিল্পীরা সংগীত পরিবেশন করে।

Facebook Comments Box

Posted ৫:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৯ জানুয়ারি ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com