
ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৬ মে ২০২৩ | প্রিন্ট | 232 বার পঠিত
আগামি ২৭ মে রবিবার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার নব নির্বাচিত কমিটির নির্বাচনোত্তর অভিষেক বাংলা নববর্ষ ও ঈদ পূণর্মিলনী স্থানীয় বার্কমার হাই স্কুলে অনুষ্ঠিত হবে । অনুষ্ঠানে বাংলাদেশের জনপ্রিয় গীতিকার, সুরকার এবং কন্ঠ শিল্পী এসআই টুটুল এবং সুরেলা কন্ঠী বেবী নাজনিনসহ স্থানীয় এক ঝাঁক সঙ্গীত অনুরাগী অংশ গ্রহন করবেন ।
গত ২৭ মার্চ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়ার সাধারণ নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে মাহবুব লোদী প্যানেলের পুরো প্যানেলই সেই নির্বাচনে বিজয়ী হন ।
বিজয়ীরা হলেন, সভাপতি,মাহবুবুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলি খান লোদী, সহ সভাপতি ফারুক আহমেদ ও নজরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক, আলী আলম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আবুল হাসান, অর্থ সম্পাদক রাসেল ভূঁইয়া, জনসংযোগ সম্পাদক ইঞ্জি: মাহবুব আহমে্দ, সাংস্কৃতিক সম্পাদক মোসাম্মত আরজু এবং ক্রীড়া সম্পাদক নূর ভূঁইয়া ।
অন্যান্যরা হলেন সদস্য, নাদিরা রহমান , এম মাওলা দিলু, মহিন উদ্দিন দুলাল, নিরুপম পাল ও নাহিদুল খান সাহেল ।
Posted ২:৩৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ মে ২০২৩
nykagoj.com | Monwarul Islam