
বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩ | প্রিন্ট | 63 বার পঠিত
মুক্তির আগে থেকেই শাহরুখ- দীপিকা অভিনীত ‘পাঠান’ ছবিটি নানা বিতর্কের মুখে পড়েছিল। কখনো ছবির সংলাপ, কখনো গেরুয়া বিকিনি বিতর্ক নিয়ে তোপেড় মুখে পড়ে ছবিটি। তবে মুক্তির পর পরই ছবিটি বক্স অফিসে ঝড় তোলে। প্রথম হিন্দি ছবি হিসেবে সবচেয়ে কম সময়ের মধ্যে ১০০০ কোটির গণ্ডি পার করেছে ‘পাঠান’। টানা ৫০ দিন এই ছবি ভারতে ও ভারতের বাইরে চুটিয়ে ব্যবসা করে। এবার সেই ছবি নিয়ে তীব্র সমালোচনা করলেন পাকিস্তানের অভিনেতা ইয়াসির হুসেন।
পাকিস্তানি এই অভিনেতা-সঞ্চালক ইয়াসিরের দাবি,যদি আপনি মিশন ইম্পসিবল ১ দেখে থাকেন, তা হলেই বুঝবেন, শাহরুখ খানের ছবি ‘পাঠান’, একটি ভিডিও গেম ছাড়া আর কিছুই নয়। যার মধ্যে কোনও গল্প নেই’। পাকিস্তানি অভিনেতার এই মন্তভ্যে অনেকেই ক্ষেপে গিয়েছেন। কেউ কেউ আবার সমর্থনও করেছেন তাকে।
যদিও এমন মন্তব্য বলিউড বাদশাহ শাহরুখের উপর কোনো প্রভাব ফেলেনি। বরং‘পাঠান’ছবির সাফল্য উদ্যাপন করতে একটি ১০ কোটি রুপি মূল্যের রোলস রয়েস কেনেন শাহরুখ। ইতোমধ্যে ভাইরাল একটি ভিডিওেত সুপারস্টার শাহরুখকে মুম্বাইয়ের রাস্তায় তার নতুন গাড়ি চালাতে দেখা গেছে।
Posted ১১:০৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩
nykagoj.com | Stuff Reporter