
নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৪ জুলাই ২০২৫ | প্রিন্ট | 44 বার পঠিত | পড়ুন মিনিটে
‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র চেয়ারম্যান আবদুল কাদেরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন কমিটি’র আহবায়ক আবদুস সবুর সহ জাকির হাওলাদার, এ এস এম রহমতউল্লাহ, দেলোয়ার হোসেন শিপন, হাছান সিদ্দিকী প্রমুখ। পরে তারা উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সংবাদ সম্মেলনে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র উদ্যোগের প্রতি সংহতি জানাতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা ফরহাদ আহম্মেদ, ইকনা’র সোশ্যাল জাস্টিস ডিরেক্টর ড. মাহতাব উদ্দিন, বাংলাদেশী-আমেরিকান এডভোকেসী গ্রুপ’র সাধারণ সম্পাদক শাহানা মাসুম, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী এবিএম ওসমান গনি, ড ফরহাদ হোসেন, কলামিস্ট তাহের ফারুকী, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট ও যুক্তরাষ্ট্রবিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, প্রফেসর সাঈদ আজাদ, হাজি আনোয়ার হোসেন, রওশন হক, সালেহ উদ্দিন মানিক, মোহাম্মদ জসিম, লুৎফর রহমান লাতু, খলকুর রহমান, আতিকুল হক আহাদ, মঞ্জুর মোরশেদ প্রমুখ।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সাল অর্থাৎ গত বছরের জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত স্বৈরাচারবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা, শ্রমজীবী মানুষ ও প্রবাসীরা সক্রিয়ভাবে অংশ নেন। এই আন্দোলন ছিল একটি পূর্ণাঙ্গ বিপ্লব, যার চেতনা দেশের সর্বস্তরের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আন্দোলনটি ৫ আগস্ট পূর্ণতা লাভ করে। এর মাধ্যমে শুরু হয় একটি নতুন অধ্যায়- নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নযাত্রা। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য ‘জুলাই বিপ্লবের’ চেতনাকে ধরে রাখতে হবে।
‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’র নেতৃবৃন্দ বলেন, জুলাই বিপ্লবে শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযোগ্য শ্রদ্ধা জানানো এবং তাদের স্মৃতিকে সম্মানিত করার দায়িত্ব দেশ-বিদেশের সব বাংলাদেশীর। একইসঙ্গে তারা বিপ্লবে নিহতদের হত্যার দ্রæত বিচার এবং আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্র্বর্তী ও ভবিষ্যৎ সরকারের প্রতি দাবী জানান এবং প্রবাসে জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী সফল করতে প্রবাসীদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
Posted ৪:১২ অপরাহ্ণ | সোমবার, ১৪ জুলাই ২০২৫
nykagoj.com | Monwarul Islam