শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন “ফ্রেশ বেকারি” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪   |   প্রিন্ট   |   212 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যাকসন হাইটসে বাংলাদেশি মালিকানাধীন “ফ্রেশ বেকারি” উদ্বোধন

বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বাংলাদেশিরা। বিশেষ করে আমেরিকার নিউইয়র্কের দিকে তাকালে মনে হবে এটি যেন বাংলাদেশরই একটি অংশ। কারণ এখানে প্রচুর বাংলাদেশিদের বসবাস। তাই এখানে বাংলাদেশি খাবারের চাহিদাও বেশ। সেটা যে খাবারই হোক না কেন। কথায় আছে, নিজের দেশের খাবারের স্বাদ বাঙালিদের কাছে অমৃত সমান। আর সে কথা মাথায় রেখেই নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিটের বাংলাদেশ প্লাজার নিচ তলায় উদ্বোধন হলো বাংলাদেশি মালিকানাধীন “ফ্রেশ বেকারি”। শুক্রবার ৫ জুলাই বাদ জুমা মিলাদ ও দোয়া মাহফিলের পর ফিতা কেটে এটি উদ্বোধন করা হয়। এখানের বেকারি পণ্যগুলো বাংলদেশের ৪০ বছরের অভিজ্ঞতা সম্পর্ণ সেফ মিস্টার জনের তত্ত্বাবধানে তৈরি হয়। সিঙারা, পুরী থেকে নিয়ে পাউরুটি, কেক, চিকেন, প্যাটিস, বিস্কুট, ক্রয়সেন্ট, মিষ্টিসহ সব ধরনের বেকারি পণ্য পাওয়া যায়। যাতে বাংলাদেশি স্বাদকে বজায় রাখার চেষ্টা করা হয়। ফলে নিউইয়র্কের মাটিতে বসে বাঙালি বেকারি স্বাদ নিতে পারবেন যে কেউ। বেকারির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি একটিভিস্ট এটর্ণী মঈন চৌধুরী,  ইউর ড্রিম হোম কেয়ারের সিইও ও প্রেসিডেন্ট  এম এ আজিজ, বাংলাদেশ প্লাজার সত্তাধিকারী মিনা ফারাহ ও তার কন্যা মৌসুমী, সিটি মেয়রের প্রতিনিধি মিসেস প্যাট্রেসিয়া, ফ্রেশ বেকারির সত্তাধিকারী সোহাগ আজম ও নাহিদ খান।

Facebook Comments Box

Posted ৩:০৮ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুলাই ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com