সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

স্টেট এসেমব্লিতে মনসেরাতকে সাপ্তাহিক আজকালের এনডোর্সমেন্ট

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০১ জুন ২০২৪   |   প্রিন্ট   |   279 বার পঠিত   |   পড়ুন মিনিটে

স্টেট এসেমব্লিতে মনসেরাতকে সাপ্তাহিক আজকালের এনডোর্সমেন্ট

 

পাঠক প্রিয় সাপ্তাহিক আজকাল নিউইয়র্ক স্টেট এসেমব্লি মেম্বার পদে হায়রাম মনসেরাতকে এনডোর্স করলো। তিনি কুইন্সের ডিস্ট্রিক্ট ৩৫ (করোনা, এলমহার্স্ট, রিগো পার্ক ও ফরেস্ট হিল) থেকে নির্বাচন করছেন। আগামী ২৫ জুন অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক প্রাইমারিতে তিনি প্রতিদ্ব›িদ্বতা করছেন। হেভিলি ডেমোক্র্যাটিক অধ্যুষিত এ এলাকায় প্রাইমারিতে যিনি বিজয়ী হন তাকেই চুড়ান্ত নির্বাচনে বিজয়ী বলে বিবেচিত করা হয়। অতীতে প্রাইমারিতে যারা নির্বাচিত হয়েছেন চ‚ড়ান্ত বিজয়ের মালা তাদের গলায় ঝুলেছে। এই ডিস্ট্রিক্ট এর বর্তমান এসেমবিø মেম্বার জেফরিয়ন আব্রি অবসরে যাচ্ছেন। উন্মুক্ত এই আসনে ডেমোক্র্যাটিক প্রার্থীতায় লড়ছেন হায়রাম মনসেরাত।

ইমিগ্র্যান্ট বান্ধব হায়রাম মনসেরাত জীবনের বড় একটি অংশ পাবলিক সার্ভেন্ট হিসেবে কাজ করেছেন। তিনিই কুইন্স থেকে প্রথম ল্যাটিনো আমেরিকান সিটি কাউন্সিলের নির্বাচনে বিজয়ী হয়েছিলেন। সারাটা জীবন কাটিয়েছেন কুইন্সে। ১৭ বছর বয়সে যোগ দিয়েছিলেন ইউএস মেরিন করপসে। ২১ বছর বয়সে যোগদান করেন নিউইয়র্ক সিটিতে পুলিশ অফিসার হিসেবে। ১০ বছর তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১২ বছর সিটি কাউন্সিলম্যান ও স্টেট সিনেটর হিসেবে জনসেবা করেছেন। তিনি কুইন্স কলেজে লেখাপড়া করেছেন। অতীত অভিজ্ঞতার আলোকে তিনি নিরাপদ কমিউনিটি গড়ার প্রত্যয়ে এবার এমেবিøমেম্বার পদে প্রার্থী হয়েছেন। সাপ্তাহিক আজকালের এডিটরিয়াল বোর্ড ও কর্মচারিরা কমিউনিটি সার্ভিসের রেকর্ড, এথনিক কমিউনিটির প্রতি ভালবাসা ও নিরাপদ কুইন্স গড়ার প্রতিশ্রæতির প্রেক্ষিতে হায়রামকে সর্মথন জানিয়েছে। আজকালের সম্পাদক ও প্রকাশক শাহ নেওয়াজ আনুুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার ৩০ মে এ ঘোষণা দিয়েছেন।
বাংলাদেশিদের বন্ধু হায়রাম জানেন কিভাবে কমিউনিটিকে নিরাপদ রাখা যায়। তার ভাষায় নির্বাচিত প্রতিনিধিরে দ্বারা দীর্ঘদিন ধরে ডিস্ট্রিক্ট ৩৫ এর জনগন উপেক্ষিত। অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে বসবাস যোগ্য নিরাপদ ও পরিষ্কার পরিচ্ছন্ন কমিউনিটি গড়তে তিনি এবার নির্বাচন করছেন। তার এই নির্বাচনে সাপ্তাহিক আজকাল সহ সকল বাংলাদেশি সংবাদপত্র ও মিডিয়ার সহযোগিতা চেয়েছেন।

 

Facebook Comments Box

Posted ১১:০৬ অপরাহ্ণ | শনিবার, ০১ জুন ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com