সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ মে ২০২৪   |   প্রিন্ট   |   448 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড

নিউইয়র্কে অনুষ্ঠিত হলো ঐতিহাসিক বাংলাদেশ ডে প্যারেড। সাম্প্রতিককালে বাংলাদেশি কমিউনিটি আয়োজিত এ ধরনের কোন প্যারেড অনুষ্ঠিত হয় নি। বাংলাদেশের পতাকা হাতে হাজারো মানুষ এ প্যারেডে অংশগ্রহন করে। নিউইয়র্ক সিটি মেয়র এরিক এডামস রোববার জ্যাকসন হাইটসের ৬৯ স্ট্রিট ও ৩৭ এভিনিউ সংলগ্ন পার্কে মুর্হুমুহ করতালির মধ্যে প্যারেডের আনুষ্ঠানিক ঘোষণা দেন। পরে তাকে নিয়েই প্রবাসী বাংলাদেশিরা ৩৭ এভিনিউ ধরে ৬৯ সিট্রট থেকে ৮১ স্ট্রিট পর্যন্ত প্রায় পৌনে ১ মাইলব্যাপী প্যারেডে অংশ নেন। এ সময় রাস্তার দুপাশে হাজার হাজার মানুষ বাংলাদেশের পতাকা হাতে বাংলাদেশ জিন্দাবাদ বলে শ্লোগান দিতে থাকেন। বাসাবাড়ি এপার্টমেন্ট থেকে বাবা মা’র হাত ধরে ছোট ছোট ছেলেমেয়েরা বাংলাদেশের পতাকা হাতে রাস্তায় দাঁড়িয়েছিল।


ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর উদ্যোগে এই প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডকে সফল করতে গঠিত কমিটির আহবায়কের দায়িত্ব পালন করেন সাপ্তাহিক আজাকাল পত্রিকার সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। অন্যান্য দায়িত্বে ছিলেন গিয়াস আহমেদ-প্রধান উপদেষ্টা,এটর্নি মঈন চৌধুরী, আব্দুর রব, শাহ জে চৌধুরী-উপদেষ্টা,ফাহাদ সোলায়মান-প্রধান সমন্বয়কারি ও তরিকুল ইসলাম বাদল সদস্য সচিব।


মেয়র এরিক এডামস উদ্বোধনী বক্তব্যে বলেন, প্রবাসী বাংলাদেশিদের এ ঐতিহাসিক প্যারেডে থাকতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। গত ৩টি বছর সকল কর্মকান্ডে প্রমান করেছি আমিও আপনাদেও কমিউনিটির একটি অংশ। এই কমিউনিটির অধিকাংশ কর্মসূচিতে আমি উপস্থিত থাকার চেষ্টা করি। মেয়রের অফিস বাংলাদেশিদেও জন্য উন্মুক্ত। মেয়র ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহ নেওয়াজ, গিয়াস আহমেদ, এটর্নি মঈন চৌধুরী, নুরুল আজিম,শাহ শহিদুল হক, কাজী আজম, ফাহাদ সোলায়মান ও তরিকুল ইসলাম বাদল। মেয়র যখন বক্তৃতা করছিলেন মঞ্চের অদূরে বাংলাদেশি তরুন উইনি রোজারিও’র হত্যাকান্ডের বিচারের দাবিতে অনেকে ব্যানার হাতে শ্লোগান দিচ্ছিল। উল্লেখ্য ২ মাস আগে বাংলাদেশি রোজারিও পুলিশের গুলিতে নিহত হন।

প্যারেডে নিউইয়র্ক পুলিশ বাহিনীর একটি চৌকষ অশ্বারোহী বাহিনী অংশ নেয়। বাংলাদেশি বিভিন্ন সংগঠনের অংশগ্রহনও ছিল উল্লেখযোগ্য। উদ্বোধীনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিন্দু কনা ও শাহ মাহবুব।

 

Facebook Comments Box

Posted ৯:০৪ অপরাহ্ণ | রবিবার, ২৬ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com