সোমবার ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

বর্ণাঢ্য আয়োজনে সাবাহ বারী’র গ্র্যাজুয়েশন পার্টি অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি   |   বুধবার, ২২ মে ২০২৪   |   প্রিন্ট   |   178 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণাঢ্য আয়োজনে সাবাহ বারী’র গ্র্যাজুয়েশন পার্টি অনুষ্ঠিত

নিউইয়র্কের বারী গ্রুপের  কর্ণধার আসেফ বারী এবং মুনমুন হাসিনা বারীর লং আইল্যান্ডের বাসভবনে তাদের একমাত্র কন্যা সাবাহ বারী’র গ্র্যাজুয়েশন সেরিমনি বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। ১৯ মে রোববার আয়োজিত অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র এরিক এ্যাডামস, নিউইয়র্ক স্টেটের এ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারসহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মেয়র এ্যাডামস সেদিন শুধু বারী ফ্যামিলির সাথে সম্পর্কের কারণের গ্র্যাজুয়েশন সেরিমনিতে যোগ দেন এবং সাবাহ বারীর সাফল্যের জন্যে তাকে কনগ্র্যাজুলেশন জানান।

নিউইয়র্ক স্টেটের এ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমার সাবাহ বারী’র এ সাফল্যে তাকে প্রোক্লামেশন প্রদান করেন। উল্লেখ্য, সাবাহ বারী স্টনি ব্রুক ইউনিভার্সিটি থেকে পাবলিক হেল্থ’এ কৃতিত্বের সাথে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন এবং তিনি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করার প্রস্তুতি গ্রহণ করছেন। সাবাহ বারী বারী গ্রæপের সিইও আসেফ বারী ও বারী গ্রæপের চেয়ারম্যান মুনমুন বারীর একমাত্র কন্যা।
দুপুর ২টা থেকে থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত আয়োজিত এই অনুষ্ঠানে বারী ফ্যামিলির বন্ধু-সুহৃদসহ কমিউনিটির অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।

আসেফ বারী টুটুল তার শুভেচ্ছা বক্তব্যে সিটি মেয়র এরিক এ্যাডামস, এ্যাসেম্বলিওম্যান জেনিফার রাজকুমারসহ আগত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এসময় তিনি পরিবারের সদস্যদের জন্যে সকলের শুভ কামনা প্রত্যাশা করেন।

মুনমুন বারী তার বক্তব্যে সিটি মেয়র, এ্যাসেম্বলিওম্যানসহ অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা এসেছেন বলেই বারী এস্টেট আজ আনন্দে ভরে গেছে, আমাদের এক মাত্র মেয়ে সাবাহ বারী’র জন্য আপনারা দোয়া করবেন, যেন সে তার কাংখিত লক্ষ্য অর্জন করতে পারে। পুরো অনুষ্ঠানের তত্ত¡াবধান করেছেন তাদের দুই ছেলে মুহিব বারী ও আদি বারী।

অনুষ্ঠানে আগতদের মধ্যে উপস্থিত ছিলেন নিউইয়র্ক মেয়রের ছোট ভাই বার্নি এ্যাডামস ও তার স্ত্রী শ্যারন এ্যাডামস, গোল্ডেন এজ হোম কেয়ারের কর্ণধার ও নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ, ইমিগ্রান্ট এল্ডার হোম কেয়ারের কর্ণধার ও জেবিবিএ’র প্রেসিডেন্ট গিয়াস আহমেদ, বিশিষ্ট সঙ্গীত শিল্পী বেবি নাজনীন, জনপ্রিয় কণ্ঠশিল্পী রানো নেওয়াজ, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, বিশিষ্ট রিয়েলেটর জান ফাইম, মর্টগেজ ব্যাংকার সিনিয়র লোন অফিসার এম কামাল, সিপিএ, জেবিবিএ’র সেক্রেটারি ও ফাউমা ইনোভেটিভ’র কর্ণধার ফাহাদ সোলায়মান, সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক নবযুগ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, বাংলাদেশী আমেরিকান লায়ন্স ক্লাবের সাবেক প্রেসিডেন্ট আহসান হাবিব, শোটাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাফেল তালুকদার, সাবেক প্রেসিডেন্ট আতোয়ারুল আলম, বগুড়া সমিতির প্রেসিডেন্ট মোহাব্বত আকন্দ, ডা. বর্ণালী হাসান, ডা. রুমানা সবুর, এ্যাটর্নি আতিক সবুর, ড্রামা সার্কেলের প্রেসিডেন্ট আবির আলমগীর, কমিউনিটি এক্টিভিস্ট নাসির আলী খান পল, বাংলাদেশের সাবেক সংসদ সদস্য রাজ ভান্ডারি, লায়ন্স ক্লাবের গভর্নর (ইলেক্ট) টেরি পালাদিনি, স্ট্যাটেন আইল্যান্ড লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট কাজী নয়ন, ব্রঙ্কস লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, সাফক ইসলামিক সেন্টারের বোর্ড অফ ট্রাস্ট্রির চেয়ারম্যান আশরাফুল তালুকদার, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল ইসলাম খোকন, বাংলাদেশ থেকে আগত আওয়ামী লীগ নেতা এএফএম, আহকাম উল্ল্যাল আমাল, রংপুর জেলা সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মশিউর রহমান, কুইন্স প্যালেসের সত্ত¡াধিকারী সৈয়দ মুসতাকিন প্রমুখ।
পরিশেষে বারী পরিবারের পক্ষ থেকে আগত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং পরিবারের জন্য সকলের দোয়া কামনা করে আসেফ বারী টুটুল রাত ৮টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করে।

Facebook Comments Box

Posted ২:১৪ পূর্বাহ্ণ | বুধবার, ২২ মে ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com