
নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১৯ মে ২০২৪ | প্রিন্ট | 191 বার পঠিত | পড়ুন মিনিটে
নিউইয়র্কে তেজপাতা ও বাংলাদেশে ফোক সম্রাজ্ঞী খ্যাত মমতাজ দেশে ফিরলেন। এক মাস যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে পারিশ্রমিকের বিনিময়ে সংগীত পরিবেশন করেন। নিউইয়র্কে সংস্কৃতি ও সাহিত্যের বিশেষ সেবক হিসেবে দাবিদার শ্রী বিশ্বজিত সাহার আমন্ত্রনে তিনি নিউইয়র্কে এসেছিলেন। তারই এনআরবি ওয়ার্ল্ড নামের সংগঠন আয়োজিত বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয় বিশ্বখ্যাত টুরিষ্ট আর্কষনীয় স্থান টাইমস স্কয়ারে । সেখানে মমতাজ খোলা মাঠে সংগীত পরিবেশন করেন।
কানেকটিকাট,অরল্যান্ডো,ভার্জিনিয়া,টেনেসি এবং ফ্লোরিডায় তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেন। নিউইয়র্কে তার নুতন গান ‘ বুঝিলে বুঝপাতা না বুঝিলে তেজপাতা ‘ দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছে। এছাড়াও ‘ খায়রুন লো তোর লম্বা মাথার কেশ’ এবং ‘বুকটা ফাইট্টা যায়’ এই গানগুলো শ্রোতারা শোনার জন্য অনুরোধ করেছেন। গত শুক্রবার জামাইকার আমাজুরা হলে গোল্ডেন এজ হোম কেয়ার আয়োজিত একক সংগীত সন্ধ্যায় সর্বশেষ অনুষ্ঠানে তিনি যোগ দেন।
মমতাজ বেগম রোববার ঢাকার পথে নিউইয়র্ক ত্যাগ করেছেন।
Posted ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ১৯ মে ২০২৪
nykagoj.com | Monwarul Islam