মঙ্গলবার ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দুই জেবিবিএ এক হচ্ছেঃ ঈদের পর বৈঠক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৬ এপ্রিল ২০২৪   |   প্রিন্ট   |   102 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দুই জেবিবিএ এক হচ্ছেঃ ঈদের পর বৈঠক

নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ‘জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন’ (জেবিবিএ)। প্রায় ৩ শতাধিক ব্যবসায়ীর এই সংগঠনটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত হয। কিন্তু কয়েক বছর না যেতেই নেতৃত্বের কোন্দল মাথাচাড়া দিয়ে ওঠে।বিভক্ত হয়ে পড়ে সংগঠনটি। একাংশের নেতৃত্বে রয়েছেন গিয়াস আহমেদ ও তারেক হাসান খান। ২ বছর আগে নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হন। তাদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতাকারি মনির-টুকু প্যানেল নির্বাচনের পরপরই নিষ্ক্রিয় হয়ে যায়। জেবিবিএ’র আরেকটি অংশের নেতৃত্ব দিচ্ছেন হারুন ভূঁইয়া ও ফাহাদ সোলায়মান। সংগঠনের এই বিভক্তি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
সম্প্রতি জেবিবিএ’র দুই অংশকে এক করার উদ্যোগ নেয়া হয়েছে। গেল সপ্তাহে উডসাইডের গুলশান ট্যারেসে অনুষ্ঠিত একটি ইফতার পার্টিতে ঐক্যের আলোচনার সূত্রপাত হয়। এতে কমিউনিটির কয়েকজন একটিভিস্ট সক্রিয় ভূমিকা পালন করেন।

এ ব্যাপারে একাংশের সভাপতি গিয়াস আহমেদের দৃষ্টি আর্কষন করলে বুধবার রাতে প্রতিবেদককে বলেন, আমরা ২ বছর ধরেই এক হবার চেষ্টা করছি। কিন্তু দু-একজনের কারনে তা হচ্ছিল না। আনন্দের বিষয় হচ্ছে, এখন সবাই এক ছাতার নীচে আসার আগ্রহ দেখাচ্ছেন। ব্যবসায়ীদের দাবি হচ্ছে ঐক্য। ইনশাল্লাহ এবার সফল হবো। হারুন-ফাহাদ অংশের সভাপতি হারুন ভূইঁয়া  বলেন, প্রায় ২ যুগের এই সংগঠনটি ২ ভাগে বিভক্ত। ব্যবসায়িরা এতে বিরক্ত। অনানুষ্ঠানিকভাবে আমরা কথাবার্তা বলছি।ঈদের পর উভয় গ্রুপের সাথে আমরা বসবো। ঐক্যের বিকল্প নেই। সাধারন সম্পাদক ফাহাদ সোলায়মান বলেছেন, ঐক্য আজ সময়ের দাবি। আমরা ঐক্যবদ্ধ থাকলে বড় কিছু ছিনিয়ে আনতে পারবো। বিভক্ত থাকলে কমিউনিটি পিছিয়ে পড়বে। ঈদের পর কিছু একটা হবে ইনশাল্লাহ। অপর অংশের সাধারন সম্পাদক তারেক হাসান খান বলেছেন, ঐক্যের বার্তা বইতে শুরু করেছে। দেখা যাক। আমার বিশ্বাস একসাথে বসলে ফয়সালা হয়ে যাবে।

Facebook Comments Box

Posted ১২:১২ পূর্বাহ্ণ | শনিবার, ০৬ এপ্রিল ২০২৪

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com